TRENDING:

South 24 Parganas News: রাজ্যের সব পঞ্চায়েত বোর্ড গঠন হলেও তৈরি হল না বাসন্তী কাঁঠালবেড়িয়া পঞ্চায়েত

Last Updated:

South 24 Parganas News : বাসন্তীতে মোট ১৩টি পঞ্চায়েত আছে, ১৩টি পঞ্চায়েত তৃণমূলের হাতে থাকলেও ১টি পঞ্চায়েত গোষ্ঠী কোন্দলের কারণে বোর্ড গঠন করতে পারিনি তৃণমূল কংগ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাসন্তী: পঞ্চায়েত ভোট হয়ে গেলেও গোষ্ঠী কোন্দলের কারণে গঠন হল না কাঁঠালবেড়িয়া পঞ্চায়েত। বাসন্তীতে মোট ১৩টি পঞ্চায়েত আছে, ১৩টি পঞ্চায়েত তৃণমূলের হাতে থাকলেও ১টি পঞ্চায়েত গোষ্ঠী কোন্দলের কারণে বোর্ড গঠন করতে পারেনি তৃণমূল কংগ্রেস। এমনই ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী বিধানসভার কাঁঠালবেরিয়া পঞ্চায়েতে।
বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত
বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত
advertisement

এলাকাবাসীর দাবি, পঞ্চায়েত ভোট হয়ে যাওয়ার পরেও এলাকায় গোষ্ঠী কোন্দলের জেরে পঞ্চায়েত গঠন করতে পারেনি যুব তৃণমূল ও তৃণমূল কর্মীরা। আর বোর্ড গঠন না হওয়ার কারণে ভুগতে হচ্ছে অভিযোগ সাধারণ মানুষদের। অঞ্চলে সে ভাবে কোনও কাজ হচ্ছে না বলে দাবি, সরকারি অফিসাররা আসেন আর ফিরে চলে যান, পঞ্চায়েত গঠন না হওয়ার কারণে কেউ পঞ্চায়েতের সার্টিফিকেট পাচ্ছে না বলে অভিযোগ।

advertisement

তৃণমূল নেতা রাজাগাজী বলেন, ”বাসন্তীতে গোষ্ঠী দ্বন্দ্বের কোনও ব্যাপার নেই, প্রশাসনের কাছে অনেক খবর থাকে। এখানে কোনও সমস্যা বা অশান্তি হতে পারে বোর্ড গঠনের সময়। তাই প্রশাসনের তরফ থেকে কাঁঠালবেড়িয়া পঞ্চায়েত গঠনের একটু সমস্যা আছে। কয়েক দিনের মধ্যে গঠন হয়ে যাবে পঞ্চায়েত। সাধারণ মানুষ যাকে প্রধান হিসেবে চাইবে, সেই প্রধান হবে।”

advertisement

এছাড়াও তিনি বলেন, ”প্রধান ছাড়া যে কাজগুলো হয় সেই কাজ সব চলছে, সার্টিফিকেট থেকে আরম্ভ করে সবই। সাধারণ মানুষকে যাতে সমস্যায় না পড়তে হয়, তা আমি নিজে খতিয়ে দেখছি।”

আরও পড়ুন: বলি সুপারস্টার হয়েও ১০ টাকায় বিয়ে! আমিরের প্রথম বিয়ের গল্প শুনলে চমকে যাবেন

যুব তৃণমূল নেতা আমানউল্লাহ লস্কর বলেন, ”প্রশাসনের দিক দিয়ে একটু সমস্যা আছে। সেটা মিটে গেলে পঞ্চায়েত গঠন হয়ে যাবে। কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতে মোট সদস্য ২৬ জন, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ১৮, নির্দলের ৮। দল যেটা ভাল মনে করবে, সেটাই হবে। আমাদের তরফ থেকে কোনও নির্দল নেই। নির্দল দাঁড় করিয়েছে রাজাগাজি, মন্টু গাজী। ওঁরা দলের নির্দেশ না মেনে নির্দল দিয়েছিলেন।” কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতে সচিব বলেন, ”পঞ্চায়েতে যে কাজগুলো হওয়ার কথা, সেগুলো সব হচ্ছে। তেমন কোনও সমস্যা নেই। তবে প্রধান ছাড়া অনেক কাজে সমস্যা হচ্ছে। এখন সময়ের অপেক্ষা, কবে পঞ্চায়েত গঠন হয় দেখতে হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: রাজ্যের সব পঞ্চায়েত বোর্ড গঠন হলেও তৈরি হল না বাসন্তী কাঁঠালবেড়িয়া পঞ্চায়েত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল