আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতি ধান চাষিদের, অতিরিক্ত খরচের ধাক্কা সামলে লাভ নিয়ে সংশয়
দক্ষিণ ২৪ পরগনা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে বারুইপুর পুরসভা ড্রোন উড়িয়ে এলাকার কোথাও ময়লা ও জমা জল আছে কিনা তার সন্ধান চালাচ্ছে। পুরোবাসীর বাড়ির ছাদ, বাগান সবকিছুতেই এইভাবে নজর রাখা হচ্ছে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলিকে সতর্ক করা হয়েছে। চলছে এলাকা পরিস্কার করার পাশাপাশি মাইকিং। বাড়ি বাড়ি পরিদর্শন ও এলাকায় মশা নিয়ন্ত্রণের জন্য আলাদা দল তৈরি করা হয়েছে। নিয়মিত এলাকা পরিদর্শন করছেন স্বাস্থ্যকর্মীরা। বাড়ি বাড়ি ঘুরে ডেঙ্গি সচেতনতার বার্তা দিচ্ছেন বিডিও সহ পদাধিকারীরা।
advertisement
জ্বর হলেই রক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছে। দ্রুত যাতে নমুনা পরীক্ষার ফল পাওয়া যায় তাও দেখা হচ্ছে। পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি মশা মারার স্প্রেও ছড়ানো হচ্ছে সর্বত্র। জমা জল, আবর্জনা সরাতে পদক্ষেপ করা হচ্ছে। ডেঙ্গি মোকাবিলায় প্রশিক্ষণও দেওয়া হচ্ছে স্বাস্থ্য কর্মীদের। এই প্রসঙ্গে বারুইপুর পুরসভা পক্ষ থেকে জানানো হয়, ১৭ টা ওয়ার্ডেই ঘুরিয়ে ফিরিয়ে ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। এর একটাই উদ্দেশ্য কোথাও জমা জল এবং আবর্জনা যাতে না থাকে তা নিশ্চিত করা।
সুমন সাহা





