Nadia News: প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতি ধান চাষিদের, অতিরিক্ত খরচের ধাক্কা সামলে লাভ নিয়ে সংশয়
- Reported by:MAINAK DEBNATH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
টানা বৃষ্টিপাতের ফলে ভয়াবহ ক্ষতির মুখে ধান চাষিরা, অতিরিক্ত খরচের ধাক্কা সামলে লাভ হওয়া নিয়ে সংশয়
নদিয়া: টানা মুষলধারে বৃষ্টিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন ধান চাষিরা। সর্বত্রই চাষের জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। বহু জায়গায় ধান গাছ জলে ডুবে থাকায় তা নষ্ট হয়ে গিয়েছে বলে কৃষকদের আশঙ্কা। অন্যান্য জেলার মত নদিয়াতেও ভয়াবহ ক্ষতির মুখে ধান চাষিরা।
দিন কয়েক ধরে লাগাতার বৃষ্টিপাতের জেরে ধানের জমিতে জমেছে হাঁটু সমান জল। সেই কারণেই জমির পাকা ফসল ভিজে গিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হল ধান চাষিদের। শান্তিপুরের শুকদেব ঘোষ নামে এক ধান চাষি জানান, তাঁর বেশ কয়েক বিঘে ধান জমি সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছে। ফলে কোনও ফসলই আর পাওয়া যাবে না বলে আশঙ্কা। শেষ চেষ্টা হিসেবে এক হাঁটু জল ভেঙে ৭-৮ জন মজুরকে কাজে লাগিয়ে সেই ভেজা ধান গাছ জমি থেকে নিয়ে আসা হয় রাস্তায়। এরপর সেগুলি ধান ঝাড়ার মেশিনে ঝাড়াই করার পর তোলা হয়েছে বস্তায়।
advertisement
advertisement
তবে এখানেই হয়েছে সমস্যা। জমিতে জল না থাকলে রোদে শুকানোর পরে পাকা ধান নির্দিষ্ট সময়ে তুলে ঝাড়াই করে বস্তা বন্দি করা হয়। কিন্তু এই প্রবল বৃষ্টির ফলে ধান বস্তাবন্দি করতে খরচ অনেক বেড়ে গিয়েছে। মোটা টাকা দিয়ে শ্রমিক ভাড়া করতে হচ্ছে। এই পরিস্থিতিতে ধান ঝাড়াই মেশিন পিছু প্রতি দিন ১৩০০ টাকা করে ভাড়া গুনতে হচ্ছে। শ্রমিকদের দৈনিক রোজ দিতে হচ্ছে ৩০০ টাকা করে। এই অবস্থায় অতিরিক্ত খরচের ধাক্কা সামলে আদৌ কোনও লাভ হবে কিনা তা নিয়ে সংশয়ে কৃষকরা।
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 07, 2023 8:16 PM IST








