East Bardhaman News: বর্ধমান শহরে হচ্ছেটা কী! বিসি রোডের পর এবার চিন্তায় এই এলাকার ব্যবসায়ীরা

Last Updated:

অনিয়মের অভিযোগে দুর্গাপুজোর মুখে বর্ধমান শহরের বিখ্যাত তাঁতহাট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিল পুরসভা

পূর্ব বর্ধমান: অব্যবস্থার অভিযোগে বর্ধমান শহরের পারবিরহাটায় অবস্থিত একমাত্র তাঁতহাট বন্ধের হুঁশিয়ারি দিল বর্ধমান পুরসভা। শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে চরম সতর্ক করা হল ওই বেসরকারি তাঁতহাটকে। স্বয়ং পুরপ্রধান পরেশ সরকারের নেতৃত্বে পুরকর্মী ও পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো। সামনেই দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই প্রতিদিন প্রচুর ক্রেতা আসছিলেন এই তাঁতহাটে। ভালই ভিড় হচ্ছিল। কিন্তু পুরসভার এই পদক্ষেপে মাথায় হাত পড়েছে সেখানকার ব্যবসায়ীদের। সমস্যায় পড়েছেন ক্রেতারাও। এর আগে হাইকোর্টের রায়ে শহরে বেসরকারি বাস ঢোকা বন্ধ হতে বিক্রিবাটা প্রায় বন্ধ হওয়ার যোগাড় হয় কার্জন গেট সংলগ্ন দোকানগুলিতে। একের পর এক ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে, বর্ধমান শহরে হচ্ছেটা কী?
পুজোর আগে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট সংলগ্ন বিসি রোডের পর এবার মাথায় হাত পড়ল তাঁতহাটের ব্যবসায়ীদের। এই হাট হঠাৎ কেন বন্ধ করা হল এই প্রশ্নে, পুরপ্রধান পরেশচন্দ্র সরকার বলেন, এটা তাঁতের হাট। কিন্তু অকল্পনীয় দমবন্ধ অবস্থার মধ্যে শত শত মানুষকে ঢুকিয়ে দিয়ে ব্যবসা চলছিল। যেকোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই কারণে আমরা এসে সতর্ক করে গেলাম এইভাবে হাট চালানো যাবে না। তার উপর ওনাদের ট্রেড লাইসেন্স নেই, পুরসভার ট্যাক্সও দিচ্ছেন না । ৩১ লাখ টাকা এখনও বাকি আছে। সোমবার মিটিংয়ের পর ঠিক হবে যে হাট চলবে না, চলবে না।
advertisement
advertisement
অন্যদিকে তাঁত হাটের মালিক নেপাল কংসবণিকের প্রশ্ন, ট্রেড লাইসেন্স না থাকলে আমার হাট চলত? পুরসভা আমার লাইসেন্স রিনিউ করেনি। ট্যাক্স দশ গুণ করে দিয়েছে, বলছে আগে সম্পূর্ণ ট্যাক্স না দিলে লাইসেন্স রিনিউ হবে না। আমি একশো বার গিয়েছি, আমার লাইসেন্স রিনিউ করেনি। পুরসভা জোরপূর্বক এবং ইচ্ছাকৃতভাবে এমন পদক্ষেপ করছে বলে ওই ব্যবসায়ী অভিযোগ করেন।
advertisement
তাঁত হাটের ব্যবসায়ীরা বলছেন, যদি পুজোর আগে হাট বন্ধ হয় তবে খুব ক্ষতি হবে। এমনিতেই তাঁতিদের অবস্থা খুব খারাপ। এর পর যদি এই হাট বন্ধ হয়ে গেলে না খেতে পেয়ে মরতে হবে।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: বর্ধমান শহরে হচ্ছেটা কী! বিসি রোডের পর এবার চিন্তায় এই এলাকার ব্যবসায়ীরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement