গত ২৫ ফেব্রুয়ারি কুমিল্লা থেকে রওনা হন মাহমুদুল হাসান। এরপর তিনি বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের বাকি চার রাজ্য ঘুরে শেষে পশ্চিমবঙ্গের বকখালিতে এসে পৌঁছন। যে রাজ্যের সঙ্গে বাংলাদেশের আত্মিক যোগ। যাদের ভাষা, সংস্কৃতি সব এক।
আরও পড়ুন: দিল্লিতে বসেই পঞ্চায়েত ভোটের সলতে পাকানো শুরু, দলের সাংসদদের বড় নির্দেশ অভিষেকের
advertisement
তাঁর এই সাইকেল সফর নিয়ে মাহমুদুল বলেন, বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলো সাইকেলে করে কাছ থেকে ঘুরে দেখার জন্য এই সফরে বেরিয়েছি। আমি পেশায় একজন সাইক্লিস্ট। তাই এতে বিশেষ সমস্যা হচ্ছে না। আমার এই সফরের উদ্দেশ্য হল, মানুষকে বৃক্ষ সংরক্ষণ এবং ভারত-বাংলাদেশ বন্ধুত্ব সম্পর্কে সচেতন করে তোলা। ওই বাংলাদেশি যুবকের কথায়, ভারত-বাংলাদেশের বন্ধুত্ব চিরন্তন। একে ভুলে গেলে চলবে না। ভারতের প্রতিটি রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে তিনি উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বলে জানিয়েছেন মাহমুদুল। সেইসঙ্গে তাঁর স্বপ্নের কথা বলতে গিয়ে বলেন, একদিন সাইকেলে করে গোটা ভারত, তারপর গোটা বিশ্ব ঘুরে দেখতে চাই।
নবাব মল্লিক