আরও পড়ুন: অন্দরসজ্জায় গাছ ব্যবহার করছেন? জানুন কীভাবে তার পরিচর্যা করবেন
কলেজ যাওয়া ও স্টেশন রোডের এই কয়েক কিলোমিটার রাস্তাটি পিচের হলেও তার অবস্থা কহতব্য নয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন ভারী মাল নিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে। দীর্ঘদিন মেরামত না করায় রাস্তা থেকে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার বৃষ্টিতে তার অবস্থা আরও খারাপ হয়েছে। অল্প বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে ওঠে। বড় বড় গর্তে জলে ভরে যায়।
advertisement
রাস্তাটি দীর্ঘদিন মেরামত না করায় উঠে গিয়ে অবস্থা এতটাই খারাপ যে যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এখন রাস্তায় পিচের কোনও চিহ্ন নেই। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে কলেজ পড়ুয়া থেকে এলাকাবাসী সকলেই। যদিও এই বিষয়ে স্থানীয় বিধায়ক আশ্বাস দেন, রাস্তাটি যত তাড়াতাড়ি সম্ভব সারিয়ে দেওয়া হবে।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2023 2:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পিচ উঠে বেহাল দশা রাস্তার, দুর্ভোগে কলেজ পড়ুয়া থেকে এলাকাবাসী