Murshidabad News: অন্দরসজ্জায় গাছ ব্যবহার করছেন? জানুন কীভাবে তার পরিচর্যা করবেন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
বাড়ির অন্দরসজ্জায় আজকাল অনেকেই ফুলের গাছ ব্যবহার করে থাকেন। তবে এই গাছ পরিচর্যা করার বিশেষ পদ্ধতি আছে
মুর্শিদাবাদ: এবারে বর্ষা অনেকটাই দেরিতে এসেছে। ফলে অনেক কিছুই একটু ঘেঁটে গিয়েছে। যদিও বাঙালি তার অন্দরসজ্জার কাজ মোটেও ফেলে রাখেনি। আর বর্তমানে বাড়ি সাজানো বা অন্দরসজ্জায় ট্রেন্ডিং হল গাছের চারা বা টবের ব্যবহার। এই বর্ষার সময় বিভিন্ন ফুলের টব ঘরের শোভা অনেকটা বাড়িয়ে দেয়। কিন্তু ঘরের শোভা বৃদ্ধির জন্য যে ফুলের গাছ লাগান কীভাবে তার পরিচর্যা করবেন সেটা অনেকেরই প্রশ্ন।
এই বিষয়টি নিয়ে বিস্তারিত বলার আগে আরও কয়েকটা কথা বলা যাক। অন্দরসজ্জার জন্য ফুলের গাছের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। বহরমপুর শহরের বিভিন্ন প্রান্তে বসেছে ফুলের অস্থায়ী দোকান। গাছগুলি ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। গোলাপ ফুলের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে চন্দ্রমল্লিকা, ডালিয়া, গেজেনিয়া, জারবেরা সহ বিভিন্ন প্রজাতির মরশুমী ফুল। বর্ষার মরশুম পড়তেই চারা কেনার হিড়িক পড়েছে শহরের প্রতিটি দোকানে। শুধু মুর্শিদাবাদ জেলা নয়, পাশ্ববর্তী বীরভূম ও নদিয়া জেলা থেকেও ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বাড়ির সৌন্দর্যয়নের জন্য অনেকেই গাছ ক্রয় করে থাকেন। তবে এই গাছ কিনলেই হবে না, জানতে হবে গাছের সঠিকভাবে পরিচর্যার পদ্ধতি।
advertisement
advertisement
বিক্রেতারা জানাচ্ছেন, গাছে শুধু জল দিলেই হবে না, নিদিষ্ট ভাবে দিতে সার। কেঁচো সার, জৈব সার সহ গাছের পরিচর্যা করলে তবেই গাছের যত্ন নেওয়া যাবে। বিক্রেতারা জানান, বর্ষার মরশুমে তিন মাস ভাল বিক্রি হয় মরশুমী ফুলের চারা। এবারও বর্ষা শুরু হতেই বিক্রি বেড়েছে। ফুলপ্রেমীরা এখন বর্ষার সময় ফুল কিনতে ছুটছেন নার্সারি থেকে শুরু করে শহরের ছোট ছোট চারা গাছ বিক্রির দোকানে। কারণ বর্ষার সময় ফুল ফোটে খুব ভালে। ফুলের পাশাপাশি বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধনকারী গাছ ও সবজির চারাও।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2023 1:44 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: অন্দরসজ্জায় গাছ ব্যবহার করছেন? জানুন কীভাবে তার পরিচর্যা করবেন