West Bardhaman News: পঞ্চায়েত মন্ত্রীর এলাকায় তৈরি হয়েও পড়ে আছে বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র

Last Updated:

খোদ পঞ্চায়েত মন্ত্রীর এলাকায় ২৯ লক্ষ টাকা ব্যয়ে তৈরি বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র ব্যবহৃত অবস্থায় পড়ে আছে

+
title=

পশ্চিম বর্ধমান: ২৯ লক্ষ টাকা খরচ করে বর্জ্য প্রক্রীয়াকরণ কেন্দ্র তৈরি হয়ে পড়ে আছে। সবকিছু তৈরি থাকলেও এখনও সেখানে কাজ শুরু হয়নি। এমনই অপচয়ের ছবি দেখা গেল রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বিধানসভা কেন্দ্র দুর্গাপুর পূর্বের অন্তর্গত কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতে। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতে কুনুর নদীর তীরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এই বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রটি। প্রায় এক বছর আগেই শেষ হয়েছে কেন্দ্রটির নির্মাণ কাজ। ব্যবহার না হওয়ায় ওই বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের চারপাশ আগাছায় ঢেকে গিয়েছে। শুনশান হয়ে পড়ে আছে গোটা এলাকা। কিন্তু শুরু হয়নি বর্জ্য প্রক্রিয়াকরণ। অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে সরকারি এই সম্পত্তি।
advertisement
advertisement
এই প্রসঙ্গে মলানদিঘি পঞ্চায়েতের নতুন উপপ্রধান বিশ্বরূপ চ্যাটার্জি জানান, এই বিষয়ে তিনি এখনও পর্যন্ত বিস্তারিত জানেন না। তবে খবর পেয়েছেন। বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রটি তৈরি হয়ে গেলেও তার কাজ শুরু হয়নি। এই নিয়ে পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান। অন্যদিকে ওই এলাকায় একটি শ্মশান তৈরির কথা বলেছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। সেই প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে সে বিষয়েও কিছু জানাতে পারেননি মলানদিঘি পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান।
advertisement
বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র চালু না হওয়া নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। বিজেপির বর্ধমান সদরের জেলা সহ-সভাপতি রমন শর্মা ঘটনার তীব্র নিন্দা করেছেন। বলেছেন, ভারত সরকারের এই প্রকল্প ভারতবর্ষের প্রতিটি গ্রামাঞ্চলের জন্য করা হয়েছে। কিন্তু কাঁকসা ব্লকের মধ্যে শুধুমাত্র একটি গ্রাম পঞ্চায়েতেই এই প্রকল্পের কাজ হয়েছে। এটা ব্লকের মানুষের জন্য দুর্ভাগ্যজনক। তাঁর দাবি, পূর্বের পঞ্চায়েত এই প্রকল্প শুরু করতে পারেনি। বর্তমান পঞ্চায়েতও এই কাজ কতটা করতে পারবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন এই বিজেপি নেতা।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: পঞ্চায়েত মন্ত্রীর এলাকায় তৈরি হয়েও পড়ে আছে বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement