দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে সকাল থেকেই শুরু হয়েছে ভোট গ্রহনের কাজ।তবে রাজ্য নির্বাচন কমিশনারের তরফ থেকে রাজ্যে সুষ্ঠু ও অবাধ ভোট করানোর জন্য বদ্ধপরিকর। কিন্তু সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে। জয়নগর ১ নম্বর ব্লকের এক দুই ও তিন নম্বর বুথে ব্যালট বক্স নিয়ে বিরোধীদের অভিযোগ উঠছে।
advertisement
আরও পড়ুন ঃ বাসন্তীতে হঠাৎ বদল! ভোটের আগেই ‘পাল্টি’ বিজেপি প্রার্থীর, বিভ্রান্ত ভোটাররা
বিরোধীরা অভিযোগ জানিয়েছে, যে ব্যালট বক্স পাঠানো হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। সিপিএম দলের পক্ষ থেকে ভোট বন্ধের দাবি তুলেছে তারা। তবে সকাল সাতটায় একে একে লাইন দিতে দেখা যাচ্ছে ভোটারদের। দু এক জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোল ছাড়াই সুষ্ঠু শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।
সুমন সাহা