TRENDING:

South 24 Parganas News: ঢোলাহাটে জীবিত ব‍্যক্তিকে মৃত দেখিয়ে নাম বাদ গেল বার্ধক্যভাতার তালিকা থেকে

Last Updated:

South 24 Parganas News: ঢোলাহাটের তেলে গ্রামে জীবিত ব‍্যক্তিকে মৃত দেখিয়ে নাম বাদ দেওয়া হল বার্ধক্যভাতার তালিকা থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢোলাহাট: ঢোলাহাটের তেলে গ্রামে জীবিত ব‍্যক্তিকে মৃত দেখিয়ে নাম বাদ দেওয়া হল বার্ধক্যভাতার তালিকা থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় বিজয় হাতি(৭৯) নামের এক বৃদ্ধ সমস‍্যায় পড়েছেন। নাম বাদ যাওয়ার পর বার্ধক্যভাতা পেতে সমস্ত জায়গায় দরবার করছেন তিনি।
advertisement

তবে কার ভুলে এই নাম বাদ গেল তা নিয়ে উঠেছে প্রশ্ন‌। এই ঘটনার পর স্থানীয় পঞ্চায়েত সদস‍্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান, এমনকি প্রাশাসনিক আধিকারিকগণ কেউই নিজেদের ঘাড়ে দোষ নিতে রাজি নন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় পঞ্চায়েত প্রধান হোসেন কয়াল, এই ঘটনাটিকে দু:খজনক আখ্যাদিয়েছেন। ঘটনাটি কিভাবে ঘটেছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। তবে তিনি জানিয়েছেন এই সমস‍্যা নিয়ে বিজয় হাতি তাঁর সঙ্গে কোনোদিন যোগাযোগ করেননি।

advertisement

আরও পড়ুন: ঘণ্টায় ১৭৫ কিমি…! ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা! তাণ্ডবলীলার আশঙ্কায় তুমুল সতর্কতা

View More

আরও পড়ুন: কংগ্রেস ১৩০ পার, বিজেপি কমে তার অর্ধেক! খেলা ঘুরে গেল কর্ণাটকে!

তবে ঘটনার পর স্থানীয় পঞ্চায়েত, বিডিও ও মহাকুমাশাসকের দফতরে লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি। এ নিয়ে বিজয় কুমার হাতি জানান, বয়সের ভারে তিনি খুবই সমস‍্যায় আছেন। ওই ভাতায় কোনোরকমে সংসার চলত তাঁর।

advertisement

এখন সেই টাকা না মেলায়, ওষুধপত্রও কিনতে পারছেন না তিনি। ঘরে অসুস্থ স্ত্রী রয়েছে। এভাবে বার্ধক‍্যভাতা বন্ধ হওয়ায় তিনি খুবই ভেঙে পরেছেন। জীবিত থাকা অবস্থায় তিনি মৃত এই কথা শুনে তিনি খুবই মর্মাহত। এই ঘটনার দ্রুত প্রতিকার দাবি করেছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ঢোলাহাটে জীবিত ব‍্যক্তিকে মৃত দেখিয়ে নাম বাদ গেল বার্ধক্যভাতার তালিকা থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল