• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • KARNATAKA ELECTION RESULTS 2023 LIVE UPDATES CONGRESS LEADING IN MORE THAN 130 SEATS DMG
liveLIVE NOW

Karnataka Election Results 2023 Live: 'কর্ণাটক আগামিকালের জন্য শিক্ষা!' কংগ্রেস-বিজেপির নাম না করেই কী বললেন মমতা?

Karnataka Election Results LIVE Updates: কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে কংগ্রেস৷ ইতিমধ্যেই এগিয়ে থাকার নিরিখে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে কংগ্রেস৷ শুরু হয়েছে উৎসব৷

  • News18 Bangla
  • | May 13, 2023, 16:11 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 21 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    May 13, 2023 15:51 (IST)

    Karnataka Election Results: গরিব মানুষের শক্তি বিজেপি-র পুঁজিপতি বন্ধুদের শক্তিকে হারিয়ে দিয়েছে৷

    May 13, 2023 15:33 (IST)

    Karnataka Election Results: কর্ণাটকের ভোটের ফল আগামিকালের জন্য শিক্ষা৷ এ দিন কর্ণাটকে কংগ্রেসের বিপুল জয় এবং বিজেপি-র হারের পর ট্যুইটারে এমনই লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

    May 13, 2023 14:47 (IST)

    Karnataka Election Results: কর্ণাটকে ঘৃনার বাজার বন্ধ হয়ে ভালবাসার দোকান খুলল। কর্ণাটকে বিপুল জয়ের পর এমনই প্রতিক্রিয়া দিলেন রাহুল গান্ধি। 

    May 13, 2023 14:19 (IST)

    Karnataka Election Results: কর্ণাটকে দলের বিপুল জয়ের জন্য সনিয়া গান্ধি, রাহুল গান্ধিদের নেতৃত্বকেই কৃতিত্ব দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ একই সঙ্গে কর্ণাটকের মানুষকে ধন্যবাদ জানালেন তিনি৷ খাড়গের দাবি, নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি রক্ষা করবে কংগ্রেস৷ 

    May 13, 2023 13:58 (IST)

    Karnataka Election Results: নির্বাচন কমিশনের ফল অনুযায়ী এখনও পর্যন্ত কর্ণাটকে আটটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস, ১২৬টি আসনে এগিয়ে তারা৷ বিজেপি জয়ী হয়েছে চারটি আসনে, ৬০টি আসনে এগিয়ে তারা৷ জেডিএস এগিয়ে রয়েছে ২২টি আসনে৷ 

    May 13, 2023 13:55 (IST)

    Karnataka Election Results: কর্ণাটকে বিপুল জয় নিশ্চিত হতেই খুশির মেজাজে কংগ্রেস নেতা ডি কে শিবকুমার৷ নিজের বাড়ির বারান্দা থেকে সমর্থকদের অভিবাদন নিয়ে কংগ্রেসের পতাকা ওড়ালেন তিনি৷

    May 13, 2023 13:35 (IST)

    Karnataka Election Results: কর্ণাটকের মানুষ বিজেপি-র সরকারকে নিয়ে ক্লান্ত ছিলেন এবং পরিবর্তন চাইছিলেন৷ বিজেপি অপারেশন কমল-এর পিছনে অনেক টাকা ব্যয় করেছে৷ রাহুল গান্ধির পদযাত্রাও দলের কর্মী সমর্থকদের উৎসাহিত করেছে৷ দলের জয়ের পর এমনই দাবি করলেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া৷

    May 13, 2023 13:16 (IST)

    Karnataka Election Results: কর্ণাটকের ফল ২০২৪-এর আগে বিজেপি-কে মানুষের বার্তা৷ এমনই দাবি করলেন কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদ৷ তাঁর দাবি এই ফল বিজেপি-র মিথ্যে প্রতিশ্রুতি এবং নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে৷ 

    May 13, 2023 13:10 (IST)

    Karnataka Election Results: ডি কে শিবকুমার না কি সিদ্দারামাইয়া? কর্ণাটকে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, আপাতত এই সিদ্ধান্ত নেওয়াই কংগ্রেসের কাছে সবথেকে কঠিন চ্যালেঞ্জ৷ দুই নেতাই মুখ্যমন্ত্রীর চেয়ার পাওয়ার আশায় রয়েছেন৷ 

    May 13, 2023 12:57 (IST)

    Karnataka Election Results: কর্ণাটকে প্রকৃত অর্থেই কংগ্রেস ঝড়৷ এই মুহূর্তে ১২৯টি আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থীরা৷ বিজেপি-র এগিয়ে রয়েছে ৬৭ আসনে৷ 

    কর্ণাটক নির্বাচনের ফলাফল আগামিকালের জন্য শিক্ষা দিয়ে গেল৷ এ দিন কর্ণাটকে কংগ্রেসের বিপুল জয় এবং বিজেপি-র পরাজয়ের পর ট্যুইটারে এমনই প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইটারে তিনি লেখেন, ‘পরিবর্তনের পক্ষে সুস্পষ্ট মতামত দেওয়ার জন্য কর্ণাটকবাসীকে আমার অভিনন্দন৷ নির্মম কতৃত্ব কায়েম কারী শক্তির পরাজয় হয়েছে৷ মানুষ যখন বহুত্বতা এবং গণতান্ত্রিক শক্তির জয় চায় তখন কোনও কেন্দ্রীয় পরিকল্পনাই সেই স্বতঃস্ফূর্ততাকে দমন করতে পারে না৷ এটাই এই গল্পের সারমর্ম, আগামিকালের জন্য শিক্ষা৷’

    কর্ণাটকে কংগ্রেস ১৩৬টি আসনে এগিয়ে গিয়েছে৷ বিজেপি এগিয়ে মাত্র ৬৩টি আসনে৷ ২০টি আসনে এগিয়ে জেডিএস৷