আরও পড়়ুন: বীরভূমকে ‘বাগে’ আনতে নতুন পুলিশ জোনের ভাবনা
গন্ধগোকুল এশিয়ান পাম কাভিয়েট প্রজাতির প্রাণী। আইইউসিএন-র বিচারে এটি বিপন্ন শ্রেণিভুক্ত। শামুক, ছোট প্রাণী, তাল ও খেজুরের রস খায় গন্ধগোকুল। খাদ্যের অভাব দেখা দিলে হাঁস ও মুরগির বাচ্চাও ধরে খায়। এদের গায়ে সুমিষ্ট গন্ধ পাওয়া থাকে। কিন্তু এদের মাংসের লোভে বহু জায়গায় এখনও গন্ধগোকুল হত্যা করা হয়। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলি ভেসে ওঠে। এই নিয়েই সরব হয়েছেন পরিবেশপ্রেমীরা।
advertisement
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে দুটি গন্ধগোকুলকে ধরে নিয়ে যাচ্ছিল বেদে সম্প্রদায়ের লোকজন। খবর পেয়ে রাকেশ সাঁতরা নামে এক পরিবেশপ্রেমী এসে গন্ধগোকুল দু’টিকে উদ্ধার করে। পরে তাদের বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। নিয়মমাফিক তাদের স্বাস্থ্য পরীক্ষা করার পর সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়।
গন্ধগোকুলদের এই বিপদ সম্পর্কে আরেক পরিবেশপ্রেমী শুভ্রদ্বীপ বৈদ্য জানান, গন্ধগোকুল মারা আইনত অপরাধ। অনেকেই এ কাজ করছে। মূলত বেদে সম্প্রদায়ের মানুষজন এই কাজ করে থাকে। সরকারের উচিৎ ওই সম্প্রদায়ের জন্য বিকল্প কিছু ভাবনাচিন্তা করা।
নবাব মল্লিক