পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙড় বিধানসভার তৃণমূলের অবজারভার হিসাবে দায়িত্ব পান ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লা। সেই শওকত মোল্লার কাছে এ বার দলের ভালর জন্য ভাঙড়ের দায়িত্ব দিয়ে থেকে সরে যেতে চাইছেন দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম।
আরও পড়ুনঃ প্রতিশ্রুতিতে ভিজল না চিঁড়ে? ঘুরে গেল মতুয়া ভোট! নিজের ঘরেই চূড়ান্ত হার শান্তনু ঠাকুরের
advertisement
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় দু’নম্বর ব্লকের হাতিশালায় একটি মিটিং হয়। সেই মিটিংয়ে দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে এমনই প্রস্তাব রাখেন আরাবুল ইসলাম।
আরাবুল বলেন, “গণনা কেন্দ্রের মধ্যে সমর্থকদের যে সন্ত্রাস, সেই সন্ত্রাস চোখের সামনে দেখেছি। আইএসএফ কর্মী সমর্থকদের একটাই উদ্দেশ্য ছিল আরাবুলকে খুন করা। কীভাবে সেই সন্ত্রাসের হাত থেকে শওকত মোল্লা বাঁচিয়েছে আমাদের, আমি নিজে জানি। আমি চাই ভাঙড়ের দায়িত্ব শওকত মোল্লা নিক। ভাঙড়ের মানুষ এমন সন্ত্রাস দেখেননি। ভাঙড়ের মানুষ শান্তি প্রিয়।ভাঙড়ের শান্তি ফিরে আসুক।”
সুমন সাহা