TRENDING:

South 24 Parganas News : পা কাটা পড়েছিল ট্রেনে, পথকুকুরকে সুস্থ করতে মরিয়া পশুপ্রেমী

Last Updated:

রেল দুর্ঘটনায় দুটি পা গুরুতর ভাবে জখম হয়েছে। কুকুরটিকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছে জয়নগরের নিলায়ন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর: “জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর” স্বামী বিবেকানন্দর এই কালজয়ী বাণী বর্তমান মানব জীবনে কত ভাবে জুড়ে রয়েছে। অনেক সময় রাস্তার পথ কুকুরদের ওপর নির্মমভাবে বহু মানুষ অত্যাচার চালায় এবং কুকুরদের জখম করে। এই খবর বারবার শিরোনামে উঠে এসেছে। কিন্তু জীব সেবা যেন শিব সেবা সেই বাণী এখনও মেনে চলে বহু মানুষ। তারই নিদর্শন উঠে এল জয়নগরে।
advertisement

আরও পড়ুন: রাত থেকে ১১ ঘণ্টা দক্ষিণ শাখায় ট্রেন চলবে না,শিয়ালদহের কোন রুটে বন্ধ ট্রেন?

রেল দুর্ঘটনা কুকুরকে সুস্থ করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা নিলায়ন ভট্টাচার্য। স্থানীয় সূত্রে জানাতে গিয়েছে বেশ কয়েকদিন আগে দক্ষিণ বারাসাত ও বহুরু রেল লাইনের মাঝে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয় একটি পথ কুকুর। সেই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় পশুপ্রেমী নিলায়ন। গুরুতর যখন অবস্থায় কুকুরটিকে উদ্ধার করে ওই যুবক । এরপর কুকুরটিকে নিয়ে নিজের বাড়িতেই সুস্থ করার জন্য চিকিৎসা শুরু করে নিলায়ন। রেল দুর্ঘটনায় কুকুরটির দুটি পা গুরুতরভাবে জখম হয়েছে।

advertisement

আরও পড়ুন: ‘ফটাস জল’! কেন এমন নাম এই পানীয়র? এখনও কি পাওয়া যায়? জানুন কোথায় পাবেন

View More

এ প্রসঙ্গে ওই পশু প্রেমী তিনি বলেন জীবনে চলার পথে হয়তো অনেক রকমের খারাপ কাজ করেছি। নাইবা একটা ভালো কাজ করলাম। এ পৃথিবীতে আমাদের যতটা বাঁচার অধিকার আছে ঠিক ততটাই ওদেরও অধিকার আছে তাই মানুষ যদি এই পথ কুকুরদের খেতে নাই বা দিল কিন্তু তাদের উপরে বেশ কিছু মানুষ আছে তারা চরম অত্যাচার করে। এ খবর কমবেশি আমাদের কানে আসে। এইসব মানুষদের উদ্দেশ্যে একটাই কথা খেতে না দিয়ে তাদেরকে যদি একটু ভালবাসে তাতেই হয়তো তারা অনেকটাই খুশি থাকবে।পথকুকুরদের নিয়ে নিলয়নের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে জয়নগর এলাকাবাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : পা কাটা পড়েছিল ট্রেনে, পথকুকুরকে সুস্থ করতে মরিয়া পশুপ্রেমী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল