Local Train Cancelled: আজ রাত থেকে টানা ১১ ঘণ্টা দক্ষিণ শাখায় ট্রেন চলবে না, শিয়ালদহ থেকে কোন রুটে বন্ধ ট্রেন? জানুন

Last Updated:
শিয়ালদহ শাখায় ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করা হবে।প্রায় ১১ ঘণ্টা ধরে কাজ চলবে বালিগঞ্জ-নামখানা সেকশনে।
1/7
*সামনেই আলোর উৎসব! দিওয়ালী এবং কালীপুজো। এই সময় বারাসাত- মধ্যমগ্রামজুড়ে কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। আর সেই উৎসব শুরুর আগেই ফের রেল বিভ্রাট! সংগৃহীত ছবি। 
*সামনেই আলোর উৎসব! দিওয়ালী এবং কালীপুজো। এই সময় বারাসাত- মধ্যমগ্রামজুড়ে কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। আর সেই উৎসব শুরুর আগেই ফের রেল বিভ্রাট! সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*শিয়ালদহ শাখায় ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করা হবে। প্রায় ১১ ঘণ্টা ধরে কাজ চলবে বালিগঞ্জ-নামখানা শাখায়। এই কাজের জন্যে ওই শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সংগৃহীত ছবি। 
*শিয়ালদহ শাখায় ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করা হবে। প্রায় ১১ ঘণ্টা ধরে কাজ চলবে বালিগঞ্জ-নামখানা শাখায়। এই কাজের জন্যে ওই শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত ১১ঃ১০ মিনিট থেকে কাজ শুরু হবে, চলবে রবিবার সকাল দশ'টা পর্যন্ত। এই দীর্ঘ সময়ের মধ্যে মজিলপুর স্টেশনের একটি অব্যবহৃত রেল ওভারব্রিজ ভাঙা হবে। এই কাজের জন্যে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করতে হবে। সংগৃহীত ছবি। 
*রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত ১১ঃ১০ মিনিট থেকে কাজ শুরু হবে, চলবে রবিবার সকাল দশ'টা পর্যন্ত। এই দীর্ঘ সময়ের মধ্যে মজিলপুর স্টেশনের একটি অব্যবহৃত রেল ওভারব্রিজ ভাঙা হবে। এই কাজের জন্যে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করতে হবে। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*রেলের এই কাজের জন্য একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হবে। সংগৃহীত ছবি। 
*রেলের এই কাজের জন্য একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হবে। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*৩৪৭৫২ শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল শনিবার বাতিল থাকবে। সংগৃহীত ছবি। 
*৩৪৭৫২ শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল শনিবার বাতিল থাকবে। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*রবিবারও একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে। বাতিল করা হয়েছে ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল। আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ রুটের একাধিক লোকাল। সংগৃহীত ছবি। 
*রবিবারও একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে। বাতিল করা হয়েছে ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল। আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ রুটের একাধিক লোকাল। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*৩৪৮৮২ ডাউন সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল বাতিল ঘোষণা করা হয়েছে। আপ ডায়মন্ড হারবার-সোনারপুর লোকালও বাতিল থাকবে। সংগৃহীত ছবি।
*৩৪৮৮২ ডাউন সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল বাতিল ঘোষণা করা হয়েছে। আপ ডায়মন্ড হারবার-সোনারপুর লোকালও বাতিল থাকবে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement