TRENDING:

South 24 Parganas: জেলায় চলছে টানা ভারী বৃষ্টি, প্লাবিত বহু এলাকা

Last Updated:

বিপর্যস্ত সুন্দরবন ও উপকূলবর্তী এলাকা, জেলায় চলছে টানা ভারী বৃষ্টি, প্লাবিত বহু এলাকা পরিস্থিতির ওপর নজর রেখে চলেছে জেলা প্রশাসন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে রূপান্তরিত হয়েছে নিম্নচাপে। ফলে গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টির সম্মুখীন হয়েছে দক্ষিণ ২৪ পরগণা (South 24 Parganas) জেলা। এর পাশাপাশি ভরা কোটাল থাকায় আরো বিপর্যস্ত হয়ে পড়েছে সুন্দরবনের (Sundarbans) বিস্তীর্ণ এলাকা। নদীর জল বেড়ে যাওয়ায় সমস্যার সম্মুখীন হতে হয়েছে বহু মানুষকে। সুন্দরবনে ভেঙে পড়ে নদী বাঁধ , ডুবে যায় নৌকা। পূর্ব ঘোষণা মতন ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সুন্দরবনের (Sundarbans) কাকদ্বীপ মহকুমায় সবচেয়ে বেশী পড়েছে বলেই মনে করা হচ্ছে৷ নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জেরে নামখানার মৌসুনির বালিয়াড়াতে একশো মিটার নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তৃীর্ণ এলাকা। চিনাই নদীর জল ঢুকে ভাসিয়ে দিয়েছে পুকুর, চাষের জমি সহ নতুন গড়ে ওঠা হোম স্টে কটেজ গুলিকেও৷ এদিন জোয়ারের সময় সাগরের কচুবেড়িয়া ঘাটে নোঙর করা একটি পণ্যবাহী নৌকা মুড়িগঙ্গা নদীতে ডুবে যায়৷ তবে নৌকায় কোন মানুষ না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
নদী বাঁধ উপচে জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা
নদী বাঁধ উপচে জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা
advertisement

নদী উপচে জল ঢুকেছে নিচু এলাকায়, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু নদী বাঁধ। সেচ দপ্তরকে দ্রুত বাঁধ মেরামতির জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ অমাবস্যার কোটাল থাকায় সুন্দরবনের নদী ও সমুদ্রে জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বকখালি ও গঙ্গাসাগরে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। বাঁধ টপকে জল ঢুকেছে সাগরের ঘোড়ামারা, ধবলাটে। কন্ট্রোলরুম থেকে পরিস্থিতি মোকাবিলায় ব্যবহার করা হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তবে জেলায় মেঘলা আকাশের সঙ্গে নাগাড়ে চলছে বৃষ্টি। ফলে, তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

advertisement

দুর্যোগের কারণে সুন্দরবনের গোসাবা, কাকদ্বীপ, সাগর, রায়দীঘি, পাথরপ্রতিমা, ডায়মন্ডহারবার সহ জেলার ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যে জেলার ২৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে তুলে আনা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। দেড়শোর বেশী ত্রাণ শিবির খোলা হয়েছে৷ ফ্লাড সেন্টার গুলোতে রান্নাকরা খাবার দেওয়া হচ্ছে। নদী বাঁধ এলাকার মানুষদের, এখনো চোখেমুখে রয়েছে আতঙ্কের ছাপ ৷

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ডোকরার কাজ করে সংসার চালানো, ফেনা ভাত খেয়েও বডি বিল্ডার হওয়ার স্বপ্ন সাকার বাঁকুড়ার যুবকের
আরও দেখুন

অন্যদিকে, সুন্দরবনের গোসাবায় নদী বাঁধ ভেঙে জল ঢুকেছে বিস্তীর্ণ এলাকায়৷ চলছে যুদ্ধ কালীন পরিস্থিতিতে বাঁধ মেরামতের কাজ। সুন্দরবনের গোসাবা ব্লকের কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের মুধাঘেরি এলাকায় স্থানীয় কোরানখালি নদীর জলে, মাটির বাঁধ ভেঙেপড়ে বলে খবর৷ প্রায় দুটি জায়গায় ২৫ মিটার করে নদীর বাঁধ ভেঙে গিয়েছে ৷ বৃষ্টি মাথায় করেই ভাঙা বাঁধ মেরামতির কাজে স্থানীয় মানুষদের পাশাপাশি জেসিবি নামানো হয়েছে৷ ঘটনাস্থল পরিদর্শন করেন গোসাবার নব নির্বাচিত বিধায়ক সুব্রত মন্ডল ও বিডিও বিশ্বনাথ চৌধুরী৷ বাসন্তীর রামচন্দ্রপুরের হোগল নদী পাড় এলাকায় পরিদর্শন করেন বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল৷ জেলার পরিস্থিতির দিকে নজর রেখেছে প্রশাসন৷ কবে এই আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন ঘটে এখন সেদিকেই তাকিয়ে জেলার দুর্গত মানুষেরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪/
South 24 Parganas: জেলায় চলছে টানা ভারী বৃষ্টি, প্লাবিত বহু এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল