সম্প্রতি মথুরাপুরের বিডিও তারাশঙ্কর প্রামাণিক ব্লক স্বাস্থ্য আধিকারিক ও স্থানীয় বিধায়ককে সঙ্গে নিয়ে এই স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যান। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। এলাকার মানুষ স্বাস্থ্যকেন্দ্রটি আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি তোলে। তাঁদের এই বিষয়ে সদর্থক আশ্বাস দেওয়া হয় প্রশাসনের থেকে।
আরও পড়ুন: ভয়ঙ্কর গরম থেকে ওদের বাঁচাতে এগিয়ে এলেন পুলিশকর্তা
advertisement
আমরা যখন খবর করতে গিয়েছিলাম তখন হাসপাতালের চারিদিক জঙ্গলে পরিপূর্ণ হয়ে উঠেছিল। বিদ্যুতের কোনও ব্যবস্থা ছিল না। যেখানে সেখানে পড়ে ছিল মদের বোতল। রাত হলেই স্বাস্থ্যকেন্দ্রটির পোড়ো ভবনে দুষ্কৃতীদের আনাগোনা শুরু হয় বলে স্থানীয় বাসিন্দারা জানান। তবে আমাদের খবরের পরই বিষয়টি নিয়ে উদ্যোগী হয় স্থানীয় প্রশাসন। বর্তমানে এই হাসপাতালে জল, বিদ্যুতের সংযোগ দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে হাসপাতালের মেঝে বসবে পাথর। হাসপাতালের এই ভোলবদলের জন্য নিউজ ১৮ লোকালকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘাটবকুলতলা স্বাস্থ্যকেন্দ্রটি ঠিক কী অবস্থায় পড়েছিল সেটা নিচের লিঙ্কে ক্লিক করে দেখুন-
https://www.google.com/amp/s/bengali.news18.com/amp/news/south-bengal/ad-condition-of-the-health-center-at-ghatabkultala-smj-930542.html
নবাব মল্লিক