Hooghly News: ভয়ঙ্কর গরম থেকে ওদের বাঁচাতে এগিয়ে এলেন পুলিশকর্তা
- Published by:kaustav bhowmick
Last Updated:
আরামবাগ মহকুমার প্রত্যেকটি ট্রাফিক পয়েন্টে সিভিক ভলেন্টিয়ার ও ট্রাফিক পুলিশদের হাতে বড় ছাতা, ওআরএস ও জলের বোতল তুলে দেওয়া হয়।
হুগলি: টানা তাপপ্রবাহে নাজেহাল হয়ে পড়েছিল বাংলার মানুষ। মাঝে দু-তিন দিনের একটু মনোরম আবহাওয়ার পর ফের পারদ চড়তে শুরু করেছে। যদিও এই প্রবল গরমের মধ্যেই ভর দুপুরবেলায় রাস্তায় দাঁড়িয়ে নিজেদের কর্তব্যে অবিচল থেকেছেন ট্রাফিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা। এবার তাঁদের কথা ভেবেই বিশেষ উদ্যোগ নিল পুলিশ। তাঁরা যাতে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে না পড়েন তার জন্য হুগলি জেলা গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিশেষ পদক্ষেপ করলেন।
বুধবার হুগলি জেলার আরামবাগ মহকুমার প্রত্যেকটি ট্রাফিক পয়েন্টে সিভিক ভলেন্টিয়ার ও ট্রাফিক পুলিশদের হাতে বড় ছাতা, ওআরএস ও জলের বোতল তুলে দেওয়া হয়। মূলত আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল ও ট্রাফিক ওসি মিলে এই সমস্ত সামগ্রী তুলে দেন রোদ বৃষ্টির মধ্যে ঠায় রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করা পুলিশ কর্মীদের হাতে।
advertisement
advertisement
এই বিষয়ে আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল বলেন, কয়েকদিন ধরে গরমের জেরে নাজেহাল সাধারণ মানুষ। কিন্ত এই গরম মাথায় করে নিয়েই দিবারাত্রি কর্তব্য পালন করছেন সিভিক ভলেন্টিয়ার ও ট্রাফিক পুলিশ। রাস্তায় দুর্ঘটনা এড়াতে এদের ভূমিকা অপরিসীম। কর্তব্যে অবিচল এই পুলিশকর্মীদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। তাঁরা যাতে অসুস্থ হয়ে না পড়েন তা দেখতে হবে। তাই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
advertisement
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2023 2:44 PM IST