ধৃত যুবকের বাড়ি ঢোলাহাট থানার দক্ষিণ জনার্দনপুরে। ঢোলাহাট থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৬৩, ৩৬৫ ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার তাঁকে কাকদ্বীপ মহাকুমা আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : ভয়ঙ্কর! মুম্বইয়ের উপকণ্ঠে এ কার আগমন! রক্তাক্ত তিন, এখনও ধরা পড়েনি সে
সেই সঙ্গে নাবালিকাকেও উদ্ধার করতে পেরেছে পুলিশ। বৃহস্পতিবার নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৬ তারিখ বুধবার ঢোলাহাটের শিমুল বেড়িয়ার এক নাবালিকা স্কুল ছাত্রী নিখোঁজ হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনার পর ওই নাবালিকার পরিবারের লোকজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। সমস্ত জায়গায় খোঁজ চালিয়েও ওই নাবালিকার সন্ধান না পাওয়ায় ঢোলাহাট থানায় অবশেষে লিখিত অভিযোগ করেন ওই নাবালিকার পরিবারের লোকজন।
advertisement
সেই অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। ঢোলাহাট থানার পুলিশ শুরু করে তল্লাশি অভিযান। এরমধ্যে পুলিশ জানতে পারে ঢোলাহাট থানার আমিরপুরে মুস্তাকিন পুরকাইত তার এক ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে ওই নাবালিকাকে লুকিয়ে রেখেছে। সেই সঙ্গে শুরু হয় মুস্তাকিনের উপর নজর রাখার কাজ।
আরও পড়ুন : সপ্তম বারের জন্যে বিশ্বকাপ দেখতে বিদেশ পাড়ি! ব্রাজিলের জয় দেখতে এবারেও কাতার যাচ্ছেন পঙ্কজ ঘোষ
এরপর মঙ্গলবার রাতে আমিরপুরের ওই বাড়িতে হানা দেয় পুলিশ। উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায় মুস্তাকিন। এরপর মুস্তাকিনের খোঁজে শুরু হয় তল্লাশি। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়য়ে ঢোলাহাট থানা চত্বর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার পরিবারের লোকজন।
নবাব মল্লিক