ভয়ঙ্কর! মুম্বইয়ের উপকণ্ঠে এ কার আগমন! রক্তাক্ত তিন, এখনও ধরা পড়েনি সে
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Leopard in Residential Area : সতর্কতা সত্ত্বেও এক ব্যক্তিকে বাড়ির ভিতরে গিয়ে চিতাবাঘ আক্রমণ করে
#মুম্বই: চিতা বাঘের আক্রমণে আহত তিন জন। বৃহষ্পতিবার মুম্বইয়ের কাছে এক আবাসিক অঞ্চল কল্যানে দেখা গিয়েছে চিতা বাঘটিকে৷ নেটমাধ্যমে হু হু করে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘের ভিডিওটি৷ সেখানে দেখা যাচ্ছে এর বাড়ির ছাদ, ওর বাড়ির জানলায় ঘুরে লাফিয়ে লাফিয়ে চলেছে চিতাবাঘটি৷
সূত্রের খবর, বনদফতর সেখানে পৌঁছেছেন এবং চিতাবাঘটিকে বন্দি করতে পেরেছেন৷
এক প্রতিবেদনে বলা হয়েছে একজন স্থানীয় ব্যক্তি জানিয়েছে, “আমি দোতলায় চিতাবাঘ দেখেছি। লোকজন সাহায্যের জন্য চিৎকার করছিল। সতর্কতা সত্ত্বেও এক ব্যক্তিকে বাড়ির ভিতরে গিয়ে চিতাবাঘ আক্রমণ করে। হাতে লাঠি নিয়ে আমাদের মধ্যে কয়েকজন ভয় দেখিয়ে তাকে দূরে সরিয়েছে”৷
advertisement
আরও পড়ুন : গালওয়ান নিয়ে বিতর্কিত মন্তব্য! সেনাবাহিনীকে অপমান করার অভিযোগ রিচার বিরূদ্ধে, ক্ষমা চাইলেন অভিনেত্রী
advertisement
তিন দিন আগেই আইআইটি বম্বের ক্যাম্পাসে একটি চিতাবাঘকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল৷ সোমবার সকালে বন দফতরের কাছে ফোন আসে, একটি টিম পর্যবেক্ষণ করতে পৌঁছে যান সেদিনই৷
চিতাবাঘ আসলে রাত পছন্দ করে, ফলে ওদের দিনে দেখতে পাওয়াটা খুব কঠিন, এমনটাই জানান বন দফতরের এক অফিসার৷
advertisement
আইআইটি বম্বে থেকে ফেরার সঙ্গে সঞ্জয় গান্ধী ন্যশনাল পার্কে একবার দেখা গিয়েছিল চিতাবাঘটিকে৷ এরপরেই বুধবার মহারাষ্ট্রের নাশিকে দেখা গিয়েছিল চিতাবাঘটি৷ মঙ্গলবার রাত ৯.৩০ নাগাদ আয়েশা নগরের লোকালিটিতে দেখা গিয়েছিল বাঘটিতে৷
অবশেষে চিতাবাঘটিকে গুলি করে রোখা গিয়েছে এমনটাই জানিয়েছেন বন দফতর অধিকর্তা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 24, 2022 2:42 PM IST