এর পরেই তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মথুরাপুর থানার পুলিশ। তবে কী কারণে এই বোমা বিস্ফোরণ তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।
আরও পড়ুন: স্ত্রী ভোটের প্রার্থী, উৎসাহ দিতে স্বামী বাঁধলেন গান, অভিনব প্রচার জলপাইগুড়িতে
advertisement
দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের সুন্ধিপুকুর এলাকায় একটি পুকুর থেকে ওয়ান শাটার বন্দুক উদ্ধার খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ বন্দুকটি উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন: অতিভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত পাহাড়! জলঢাকাতে জারি হলুদ সতর্কতা
আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের সুন্ধিপুকুর এলাকায় একটি পুকুর থেকে মাছ ধরার জন্য জল ছ্যাঁচার কাজ চলছিল তখনই একটি লোহার পাইপ জাতীয় দেখতে পায় তারপরেই দেখা যায় সেটি ওয়ান সাটার বন্দুক।
ভোটের আগে পুকুর থেকে বন্দুক উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমুলিয়ার সুন্দিপুকুর এলাকায় খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। কে বা কারা কি উদ্দেশ্যে পুকুরে জলে নিচে বন্দুকটি রেখেছিল তা তদন্ত করে দেখছে দেগঙ্গা থানার পুলিশ।
আনিশ উদ্দিন মোল্লা