Jalpaiguri News: অতিভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত পাহাড়! জলঢাকাতে জারি হলুদ সতর্কতা

Last Updated:

অপরদিকে পাহাড়ে ব্যাপক বৃষ্টিপাতের কারণে সমতলের নদী গুলির জলস্তর বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। শনিবার জলপাইগুড়ি জেলার জলঢাকা নদীর এন এইচ ৩১ নম্বর থেকে মাথাভাঙ্গা পর্যন্ত বিস্তৃত সংরক্ষিত এলাকায় হলুদ বিপদ সংকেত জারি করেছে জলপাইগুড়িতে অবস্থিত সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম।

জলপাইগুড়ি: সিকিমে অতিভারী বৃষ্টিপাত, ক্রমশই চোখ রাঙাচ্ছে সমতলের নদীগুলি। জারি করা হয়েছে হলুদ বিপদ সংকেত। গত আটচল্লিশ ঘণ্টায় অতিভারী বৃষ্টিপাতের ফলে উত্তর সিকিমের সঙ্গে দেশের অন্যান্য স্থানের যোগাযোগ বিছিন্ন হবার মতো পরিস্থতি তৈরি হয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে প্রায় ২০০০ থেকে ২৫০০ পর্যটক আটকে পরেছে সিকিমের বিভিন্ন এলাকায়।
অপরদিকে পাহাড়ে ব্যাপক বৃষ্টিপাতের কারণে সমতলের নদী গুলির জলস্তর বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। শনিবার জলপাইগুড়ি জেলার জলঢাকা নদীর এন এইচ ৩১ নম্বর থেকে মাথাভাঙ্গা পর্যন্ত বিস্তৃত সংরক্ষিত এলাকায় হলুদ বিপদ সংকেত জারি করেছে জলপাইগুড়িতে অবস্থিত সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম।
advertisement
advertisement
শনিবার সকাল ৮.২০ মিনিটে জলঢাকা নদীর সংরক্ষিত এলাকায় হলুদ বিপদ সংকেত জারি করার পাশাপাশি শুক্রবার তিস্তায় হলুদ সর্তকতা জারি থাকলেও শনিবার দুপুর পর্যন্ত কেউই সেই সতর্কতা মানছে না বলে জলপাইগুড়ির সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে।
advertisement
প্রসঙ্গতয়, লাগাতার বর্ষণে ধসে বিদ্ধস্ত নর্থ সিকিমের লাচেন, লাচুং, ইয়ুমথাংয়ে আটকে পড়া আড়াই হাজার পর্যটককে ধাপে ধাপে ফেরানোর প্রক্রিয়া শুরু করলো সিকিম প্রশাসন। মুখ্যমন্ত্রী প্রেমসিং লামার নির্দেশে প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। বর্ডার রোডস অর্গানাইজেশন এবং সেনাবাহিনীর জওয়ানেরাও হাত লাগিয়েছে উদ্ধারকার্যে।
প্রথম দফায় শতাধিক পর্যটককে গ্যাংটকে নামিয়ে আনা হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে আজ বিকেলের মধ্যে তা সম্পন্ন হবে। হড়পা বান এবং ধসের জেরে উল্টে গিয়েছে একাধিক সংযোগকারী সেতু। ঝুঁকি নিয়েই চলছে পারাপার। নতুন করে ধস নামায় আজ নর্থ সিকিমের পাশাপাশি ছাঙ্গু লেকেও পর্যটকদের পারমিট দেওয়া হচ্ছে না।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: অতিভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত পাহাড়! জলঢাকাতে জারি হলুদ সতর্কতা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement