TRENDING:

South 24 Parganas: ফের চাকরি দেওয়ার নামে প্রায় কোটি টাকা প্রতারণা! পুলিশের জালে বাবা ও ছেলে

Last Updated:

হোমিওপ্যাথি চিকিৎসার আড়ালে চলছিল সরকারি চাকরির প্রতারণা চক্র। সোনারপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এই ঘটনায় অভিয়ুক্ত হোমিওপ্যাথি চিকিৎসক ও তাঁর ছেলেকে গ্রেফতার করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সোনারপুর : হোমিওপ্যাথি চিকিৎসার আড়ালে চলছিল সরকারি চাকরির প্রতারণা চক্র। সোনারপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এই ঘটনায় অভিয়ুক্ত হোমিওপ্যাথি চিকিৎসক ও তাঁর ছেলেকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর সরকারি নথিপত্র, সরকারি দফতরের কার্ড ও নিয়োগ পত্র। সোনারপুর ১৪ নম্বর ওয়ার্ডের বৈকন্ঠপুরের বাসিন্দা উত্তম মুখার্জী। হোমিওপ্যাথি চিকিৎসক হিসাবেই এলাকার মানুষ চেনেন তাকে। ছেলে অর্ণব মুখার্জি এবং তিনি এলাকার বেকার শিক্ষিত যুবক-যুবতীদের চাকরির টোপ দিয়ে বেশ কিছুদিন যাবৎ লক্ষ লক্ষ টাকা বেআইনিভাবে আদায় করেছেন বলে অভিযোগ।
উদ্ধার হওয়া টাকাও নথি
উদ্ধার হওয়া টাকাও নথি
advertisement

কিন্তু চাকরি না পেয়ে আবেদনকারীরা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। তাই হোমিওপ্যাথি চিকিৎসকের বিরুদ্ধে সোনারপুর থানায় একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে। প্রতারিত যুবক যুবতীদের অভিযোগের ভিত্তিতে সোনারপুর থানার পুলিশ তদন্তে নামে। এবং ওই হোমিওপ্যাথি চিকিৎসক উত্তম মুখার্জির বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর চাকরির নথিপত্র, বিভিন্ন নিয়োগপত্র উদ্ধার করে। অভিযুক্ত চিকিৎসক উত্তম মুখার্জী ও তার ছেলে অর্ণব মুখার্জিকে আটক করে সোনারপুর থানার পুলিশ এবং তাদের ঘর থেকে উদ্ধার হওয়া নথিপত্র বাজেয়াপ্ত করেছে।

advertisement

আরও পড়ুনঃ সাতপাকে বাঁধা পড়লেন ৮ জুটি! কন‍্যাদায়গ্রস্থ পিতামাতার মুখে হাসি ফোটাল গণবিবাহ

সরকারি পচুর নথি ও প্যাড পাওয়া গিয়েছে। এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক জানান তার ঘরে সরকারি দফতর থেকেই সেগুলো পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে চাকরির আবেদনকারীদের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। রাজপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি শিবনাথ ঘোষ জানান অভিযুক্ত ২০১৫ সালের পুরসভা নির্বাচনে ১৪ ওয়ার্ডের বিজেপি প্রার্থী ছিলেন। তার ছেলে অর্ণব মুখার্জি ২০২২ সালের পৌরসভা নির্বাচনে বিজেপির এজেন্ট ছিলেন।

advertisement

View More

আরও পড়ুনঃ বেহাল রাস্তা কবে মেরামত হবে! আশায় দিন গুনছেন কুলতলির মানুষ

সোনারপুর থানার পুলিশ বাবা ও ছেলেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে সরকারি চাকরি দেওয়ার নামে প্রায় ১৫৬ জনের কাছ থেকে প্রায় কোটি টাকার মত তারা নিয়েছেন। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২২ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। অশোক স্তম্ভ দেওয়া প্রচুর সরকারি নথি উদ্ধার হয়েছে। এরমধ্যে চাকরির নিয়োগপত্রও রয়েছে। সেগুলি নকল নাকি আসল তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ, পাশাপাশি এই প্রতারণা চক্রের সাথে আর কারা কারা জড়িত সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জিরো ইনভেসমেন্ট বিজনেস, মাসে হাজার হাজার টাকা আয় কচুরিপানা থেকে
আরও দেখুন

Suman Saha

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: ফের চাকরি দেওয়ার নামে প্রায় কোটি টাকা প্রতারণা! পুলিশের জালে বাবা ও ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল