পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ভিকি। সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিল একটি টহলদারি পুলিশের ভ্যান। তারাই ভিকিকে তল্লাশি করে দু'টি আগ্নেয়াস্ত্র ও দু'রাউন্ড কার্তুজ পায়। এরপরই ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: টহলদারির সময় পুলিশ উদ্ধার করল কন্টেনার ভর্তি তাজা বোমা!
advertisement
ধৃতের নাম ইস্তাক আহমেদ ওরফে ভিকি। ধৃতকে শনিবার বারুইপুরে পুলিশ সুপারের দফতরে নিয়ে আসা হয়। সেখানে এক সাংবাদিক সম্মেলনে বারুইপুর পুলিশ জেলার সুপার পুষ্পা বলেন, ইস্তাক আহমেদের নামে এর আগেও অভিযোগ ছিল। কিন্তু কেন সে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল বা কোথা থেকে সেই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল তা জানার জন্য তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতকে শনিবারই বারুইপুর আদালতে তোলে পুলিশ। এদিকে পঞ্চায়েত ভোটের আগে জেলা থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তা বেড়েছে পুলিশের।
অর্পণ মণ্ডল