TRENDING:

Gangasagar Mela 2022|| গঙ্গাসাগরে এবার দুরন্ত চমক! স্বচক্ষে দেখতে পাবেন দক্ষিণেশ্বর, তারাপীঠ সহ ৫ মন্দিরও!

Last Updated:

Gangasagar Mela 2022: অপেক্ষার মাত্র কয়েকটা সপ্তাহের কয়েক সপ্তাহ পর শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা ২০২৩। গঙ্গাসাগর মেলাতে ঘিরে ইতিমধ্যে প্রশাসনিক তৎপরতা চোখে পড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গঙ্গাসাগর: অপেক্ষার মাত্র কয়েকটা সপ্তাহের কয়েক সপ্তাহ পর শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা ২০২৩। গঙ্গাসাগর মেলাতে ঘিরে ইতিমধ্যে প্রশাসনিক তৎপরতা চোখে পড়েছে। এ বছর গঙ্গাসাগরে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে আশঙ্কা করছে জেলা প্রশাসন।
advertisement

কুম্ভ মেলা না থাকার কারণে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় আছে পড়বে।গঙ্গাসাগর মেলায় তুলে ধরা হবে রাজ্যের বিশিষ্ট পাঁচটি মন্দির। প্রতি বছর গঙ্গাসাগর মেলায় অন্য রাজ্য তথা দেশ-বিদেশ থেকে বহু পুর্ণ্যার্থীরা আসেন। অনেক পুণ্যার্থীরা গঙ্গাসাগর মেলায় এলেও তাঁরা রাজ্যের পাঁচটি ঐতিহ্যবাহী মন্দির তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর, তারকেশ্বর ও জহুরা কালীবাড়ি দর্শনের সুযোগ পান না।

advertisement

আরও পড়ুনঃ সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে ছিনতাই, ধৃত ২

এ বার পুণ্যার্থীদের কথা মাথায় রেখে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে অস্থায়ী কাঠামোর মাধ্যমে তুলে ধরা হচ্ছে রাজ্যের ওই পাঁচটি ঐতিহ্যবাহী মন্দিরকে। সেখান থেকে সরাসরি লাইভের মাধ্যমে ওই সব মন্দিরের পুজো দেখানো হবে। চাইলে পুণ্যার্থীরা সেখান থেকেই পুজো দিতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থাপনার নাম দেওয়া হয়েছে ‘বাংলার মন্দির’।

advertisement

View More

শুক্রবার গঙ্গাসাগর মেলা নিয়ে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি শামিমা শেখ। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বার গঙ্গাসাগর মেলা উপলক্ষে ১২-১৪ জানুয়ারি পর্যন্ত ৩ দিন সাগরতটে সন্ধ্যারতির ব্যবস্থা করা হবে।  গত বছর একদিন সন্ধ্যা আরতির ব্যবস্থা ছিল। প্রতিদিন সন্ধ্যায় নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

এ ছাড়াও, এ বার পুণ্যার্থীদের কাছে গঙ্গাসাগর মেলা স্মরণীয় করে রাখতে ‘বন্ধন’ নামে শংসাপত্রের ব্যবস্থা করা হচ্ছে। সাগর মেলা প্রাঙ্গণে ফটো-কিয়স্ক তৈরি করা হচ্ছে। সেই কিয়স্কে গিয়ে ছবি তুললেই তৎক্ষণাৎ মিলবে পুণ্যার্থীর নিজস্ব ছবি দেওয়া শংসাপত্র। বাংলা, হিন্দি ও ইংরেজিতে ছাপানো এই শংসাপত্রে সরকারের পক্ষ থেকে সাগরমেলা ভ্রমণের জন্য ধন্যবাদ জানানো হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Gangasagar Mela 2022|| গঙ্গাসাগরে এবার দুরন্ত চমক! স্বচক্ষে দেখতে পাবেন দক্ষিণেশ্বর, তারাপীঠ সহ ৫ মন্দিরও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল