South 24 Parganas News|| সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে ছিনতাই, ধৃত ২

Last Updated:

Civic volunteer arrested: নিজেদেরকে সিভিক ভলেন্টিয়ার পরিচয় দিয়ে এলাকায় ছিনতাই করছিল দুই যুবক। কেউ প্রতিবাদ করলে ধারাল অস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকিও দিচ্ছিল। 

#ক্যানিংঃ প্রায় সময় ক্যানিংয়ের রাস্তায় বারে বারে ছিনতাইয়ের খবর এসে পৌঁছচ্ছিল পুলিশের কাছে। তার জেরে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছিল। এই অভিযোগ বারে বারে আসছিল ক্যানিং থানাতে। এই অভিযোগের ভিত্তি দিয়ে এলাকায় তল্লাশি চালিয়ে সাফল্য এল ক্যানিং থানার পুলিশে। একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ জানতে পারে।
নিজেদের সিভিক ভলেন্টিয়ার পরিচয় দিয়ে এলাকায় ছিনতাই করছিল দুই যুবক। কেউ প্রতিবাদ করলে ধারাল অস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকিও দিচ্ছিল। এই অভিযোগ পেয়ে ক্যানিং থানার পুলিশ বৈতরণী এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করে দুই অভিযুক্তকে।
আরও পড়ুনঃ আলোয় আলোয় সেজেছে শহর, কার্নিভালের মেজাজে মালদহ
সাদ্দাম হোসেন পুরকাইত ও বাপি সর্দার নামে দু'জনকে গ্রেফতার করে। এদের দুজনের বাড়িই ক্যানিং থানা এলাকায়। গত কয়েকদিন ধরে এরা ক্যানিং এলাকায় এই ধরনের নানা অসামাজিক কাজকর্ম শুরু করেছিল। ধৃতদেরকে রবিবার আলিপুর আদালতে তোলা হবে। এদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ।
advertisement
advertisement
এ ব্যাপারে ক্যানিং এস ডি পি ও দিবাকর দাস জানিয়েছেন, আমরা জানতে পারি ক্যানিং শ্মশানের কাছে কয়েকজন যুবক ঘোরাঘুরি করছে। সেই খবর আমাদের কাছে এসে পৌঁছয় এবং আমরা তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে গ্রেফতার করি। তাদের কাছ থেকে উদ্ধার হয় যে অভিনব কায়দায় ছুরি দেখিয়ে ছিনতাই করেছিল সেই ছুটি উদ্ধার করি। এবং খোয়া টাকা উদ্ধার করা হয়। এবং এরা ক্যানিংয়ের আর যেসব চুরি হয়েছে তার মধ্যে যুক্ত আছে কিনা সে বিষয়ে কিন্তু তদন্ত করা দেখা হচ্ছে। আজ এই দুজনকে বাড়াইপুর মহকুমার আদালতের তোলা হবে।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News|| সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে ছিনতাই, ধৃত ২
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement