ব্যবসায়ীর বিরুদ্ধেই একাধিক লোকজনের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ আছে। অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যবসায়ী আবদুল হালিম সরদারের স্ত্রী মিনা সরদার বলেন, স্বামী যদি দোষী হয় আইনের পথে শাস্তি হোক।
আরও পড়ুনঃ শীতের আবহে ফের বৃষ্টিতে ভাসবে রাজ্য? কী পূর্বাভাস আবহাওয়া দফতরের? জানুন
advertisement
প্রসঙ্গত, বুধবার বিকালে বারুইপুরের ধোপাগাছির জেগোলপুকুর এলাকা থেকে ওই ব্যবসায়ীকে তিনটি অটো করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। সূত্রের খবর, বুধবার রাতেই উস্থি ও বারুইপুর থানার পুলিশ উস্থির শেরপুর মণ্ডলপাড়ায় ব্যবসায়ীকে উদ্ধার করতে গিয়ে এলাকার লোকজনের বাধার মধ্যে পড়তে হয়। এলাকার লোকজন ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন।
উস্থির বাসিন্দা প্রতারিত পারুলা বিবি বলেন, "ছেলেকে রেলে চাকরি দেওয়ার নাম করে ব্যবসায়ী আব্দুল হালিম সরদার ৩৩ লক্ষ টাকা দফায় দফায় নিয়েছে। গত ৮ মাস ধরে আমি পুলিশের সব জায়গায় ঘুরেছি। কিন্তু কোনও সাহায্য পাইনি। জায়গা বন্ধক দিয়ে, বাজারে প্রচুর দেনা করে ওই টাকা জোগাড় করেছিলাম। আবদুলের কাছে গেলে আমাকে হেনস্থা করা হয়। ক্লাবের ছেলেদের জানিয়েছিলাম। আমার টাকা আদায়ের জন্য আমি হালিমকে তুলে আনতে বাধ্য হয়েছি।"
সুমন সাহা