আরও পড়ুন: অসাম থেকে গাড়িতে করে শিলিগুড়িতে যাচ্ছিল এই জিনিস, পুলিশের নজর পড়তেই সব ছক ভেস্তে গেল
রাজ্য সরকারের নিজভূমি নিজগৃহ প্রকল্পের সুবিধা পেতে হলে জমির মালিকানা থাকা দরকার। কিন্তু যাদের জমির মালিকানা সংক্রান্ত নথি নেই তাঁদেরকে এই প্রকল্পের সুযোগ দিতে জমির পাট্টা বিলির কাজ চলছে বেশ কিছুদিন ধরেই। বারুইপুরের এই পাট্টা বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিভাস সরদার, বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার, ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা ও বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস ও সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী।
advertisement
এই অনুষ্ঠানে হাজির হয়ে বিধায়ক বিভাস সরদার বলেন, ওঁরা আমাদের কাছে দখল করা জমির পাট্টা পাওয়ার জন্য আবেদন করেছিলেন। সব দিক দেখার পরে সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। মহকুমাশাস বলেন, এখন থেকে ওই জমির পূর্ণ মালিকানা পেলেন ওঁরা। নিজেদের ইচ্ছেমতো জমি ব্যবহার করতে পারবেন। তবে পাট্টা পাওয়া জমি উপভোক্তারা বিক্রি করতে পারবেন না। এদিকে দীর্ঘদিনের বসবাসের জমির মালিকানা পেয়ে খুশি পাট্টা প্রাপকরা। তাঁরা এর জন্য রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
সুমন সাহা