গুজরাটের সুরাটে কাজ করতে গিয়ে মৃত্যু হল তার। ২৯ শে আগস্ট মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ ক্রেনের মাধ্যমে কন্টেনার সরানোর সময় ওই কন্টেনারের ধাক্কার সুজিত জানা নামে বছর একুশের ওই যুবকের মৃত্যু হয়।এরপর ২৯শে আগস্ট মঙ্গলবার রাতে গুজরাটের সুরাটে কর্মরত সাগরের মহেন্দ্রগঞ্জ এলাকার শ্রমিকরা সুজিত জানার বাড়িতে ফোনের মাধ্যমে তার মৃত্যুর খবর জানায়।
advertisement
আরও পড়ুন– হাই সুগার থাকা সত্ত্বেও চিনির বদলে গুড় খাচ্ছেন? হিতে বিপরীত হলেই কিন্তু মারাত্মক ক্ষতি!
এরপর গুজরাটের সুরাট থেকে সুজিত জানার মৃতদেহ গতকাল বিকালে মাহেন্দ্রগঞ্জে তার নিজের বাড়িতে এসে পৌঁছায়। মৃত ওই যুবকের বাবা শারীরিকভাবে প্রতিবন্ধী, জানা পরিবারের চারজন সদস্যের মধ্যে সংসারের একমাত্র রোজগারে ছিল সুজিত। হঠাৎ করে সুজিতের এই মৃত্যুতে দিশেহারা তার পরিবার,ওই সুজিতের মৃতদেহ তার মহেন্দ্রগঞ্জের বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়ে তার পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা, ওই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাগরের মহেন্দ্রগঞ্জ এলাকায়।
নবাব মল্লিক