TRENDING:

Migrant Workers Death: মাত্র ২১ বছরে সব শেষ! ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের

Last Updated:

Migrant Workers Death: কন্টেনারের ধাক্কায় মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃত পরিযায়ী শ্রমিকের বাড়ি সাগরের মাহেন্দ্রগঞ্জ এলাকায়। নাম সুজিৎ জানা। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ: কন্টেনারের ধাক্কায় মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃত পরিযায়ী শ্রমিকের বাড়ি সাগরের মাহেন্দ্রগঞ্জ এলাকায়। নাম সুজিত জানা। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। উল্লেখ্য রাজ্য সরকারের পক্ষ থেকে সম্প্রতি শুরু করা হয়েছিল পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্তকরণ ও দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সুবিধা প্রদানের কাজ। কিন্তু সেই সুবিধা আর গ্রহণ করা হল না  আর সুজিতের।
মৃত সুজিৎ জানা
মৃত সুজিৎ জানা
advertisement

গুজরাটের সুরাটে কাজ করতে গিয়ে মৃত্যু হল তার। ২৯ শে আগস্ট মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ ক্রেনের মাধ্যমে কন্টেনার সরানোর সময় ওই কন্টেনারের ধাক্কার সুজিত জানা নামে বছর একুশের ওই যুবকের মৃত্যু হয়।এরপর ২৯শে আগস্ট মঙ্গলবার রাতে গুজরাটের সুরাটে কর্মরত সাগরের মহেন্দ্রগঞ্জ এলাকার শ্রমিকরা সুজিত জানার বাড়িতে ফোনের মাধ্যমে তার মৃত্যুর খবর জানায়।

advertisement

আরও পড়ুন শারীরিক-মানসিক হেনস্তা প্রত্যুষাকে, প্রেমিক রাহুলের নির্যাতনেই আত্মহত্যা করেছিলেন ‘বালিকা বধূ’! জানাল কোর্ট

View More

আরও পড়ুন হাই সুগার থাকা সত্ত্বেও চিনির বদলে গুড় খাচ্ছেন? হিতে বিপরীত হলেই কিন্তু মারাত্মক ক্ষতি!

এরপর গুজরাটের সুরাট থেকে সুজিত জানার মৃতদেহ গতকাল বিকালে মাহেন্দ্রগঞ্জে তার নিজের বাড়িতে এসে পৌঁছায়। মৃত ওই যুবকের বাবা শারীরিকভাবে প্রতিবন্ধী, জানা পরিবারের চারজন সদস্যের মধ্যে সংসারের একমাত্র রোজগারে ছিল সুজিত। হঠাৎ করে সুজিতের এই মৃত্যুতে দিশেহারা তার পরিবার,ওই সুজিতের মৃতদেহ তার মহেন্দ্রগঞ্জের বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়ে তার পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা, ওই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাগরের মহেন্দ্রগঞ্জ এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Migrant Workers Death: মাত্র ২১ বছরে সব শেষ! ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল