সোমবার ঘটনাটি ঘটেছে। দুই শিশুর নাম সামির মোল্লা(২) ও উচ্চিবা মোল্লা(৬)। প্রবল বৃষ্টির জেরে এই মর্মান্তিক দুর্ঘটনা এদিন সকালে আচমকাই মাটির দেওয়াল ভেঙে চাপা পরে দু’জনে। সেই সময় ঘুমোচ্ছিলেন দু’জনই। কার্যত ঘুমের মধ্যেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় তাদের। তড়িঘড়ি দু’জনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুনNaihati Boro Maa Mandir: বড়মার মন্দির চত্বর জল থইথই, দর্শনে এসে ভক্তদের সঙ্গে যা হল…
স্থানীয় এক বাসিন্দা বলে এলাকা অত্যন্ত গরিব মানুষ পাকা বাড়ি না থাকার জেরে এই দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি গত কয়েকদিন ধরে যে প্রবল বৃষ্টি হয়েছে যার যেরে মাটির দেওয়াল গুলি নড়বড়ে হয়ে গিয়েছিল আর যার কারণে এই দেওয়াল ভেঙে পড়েছে। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2024 3:31 PM IST