সেখানে চিকিৎসার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। জখমদের মধ্যে এক অন্তঃসত্ত্বা বধূ সহ বেশ কয়েকজন মহিলা আছেন। পরিস্থিতি সামাল দিতে ঢোলাহাটের আইসি বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনায় দু’পক্ষই আলাদাভাবে থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন মহিলা আছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। আটক করা হয়েছে ডিজে বক্স। সকাল থেকে গ্রাম থমথমে। বর্তমানে গ্রাম পুরুষশূণ্য হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বারুইপুর হাসপাতালে ভর্তি রোগীদের ভাইফোঁটা
নতুনচক হালদারপাড়ায় একটি বারোয়ারি শ্যামাপুজোর ভাসানকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। ভাসানে ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করেন এক বয়স্ক গ্রামবাসী। তিনি হার্টের রোগী। ওই পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ করায় শুরু হয় বচসা। তারপর শুরু হয় মারপিট। লাঠি, রড নিয়ে দুপক্ষের তুমুল মারপিট হয়। এরমধ্যে পুজো কমিটির পক্ষে একজন দুটি বোমা ছোড়ে প্রতিবাদীদের লক্ষ্য করে। সেই বোমার আঘাতে বেশ কয়েকজন জখম হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে ঢোলাহাট থানার পুলিশ।
Nawab Mallick