রাস্তায় ঘুরে ঘুরে আংটির পাথর বিক্রি করেই চলত সংসার। আর সেই অভাবী সংসারে মাত্র তিরিশ টাকায় লটারি কেটে রাতারাতি ভাগ্য বদলে গেল সেই পাথর বিক্রেতা হুসেন মণ্ডলের। সামান্য পাথর বিক্রেতা আজ কোটিপতি। তিনি কলকাতার বারাসতের বাসিন্দা হলেও দীর্ঘদিন শিলিগুড়ির সাউথ কলোনি এলাকায় বোনের বাড়িতে থেকে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় পাথর বিক্রি করতেন।
advertisement
আরও পড়ুনঃ মিলনের সময় মেয়েদের কানে কানে 'এই' কথাগুলো বলুন, উত্তেজনায় পাগল হবে, উজাড় করবে নিজেকে
নেশা ছিল টিকিট কাটার। তবে একবারে প্রথম পুরস্কার পেয়ে যাবেন সেটা কল্পনা ও করতে পারেননি। প্রতিটি মানুষই চায় বিলাসবহুল জীবনযাপন করতে। অনেকে দ্রুত ধনী হওয়ার জন্য লটারির আশ্রয় নেন, কিন্তু লটারি জেতার ভাগ্য ক'জনের থাকে। অপরদিকে লটারির কারণে কখন, কোথায়, কীভাবে, কার ভাগ্য উল্টে যাবে কিছুই বলা যায় না। ১ কোটির লটারি পেয়ে স্বভাবতই খুশি হুসেন মণ্ডল। কিন্তু ভয় পেয়ে পুলিশের দ্বারস্থ তিনি।
রবিবার বিকেলে লটারিতে এক কোটি টাকা পেয়েছেন এই খবর শুনেই ভয় পেয়ে যান হুসেন। ইচ্ছে এই লটারির প্রাপ্ত টাকা দিয়ে তার নিজস্ব বাড়ি বানাবেন, ব্যবসা করবেন। অবশেষে নিরাপত্তার জন্য প্রশাসনের সহায়তা নেন।
অনির্বাণ রায়