আরও পড়ুন: বাস টার্মিনাসে দেখা নেই বাসের! মওকা বুঝে ‘দাদাগিরি’ অটোর, নাজেহাল বারুইপুরবাসী
শিলিগুড়ি থেকে হরিণের শিং উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। সোমবার বিকেলে দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের শুকনা রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে এই তিনটি হরিণের সিং উদ্ধার করে। বন দফতর সূত্রে খবর, বাজার এলাকা থেকে প্রথমে রাকেশ বরাইককে আটক করা হয়। এরপর তল্লাশি চালাতেই বেরিয়ে আসে হরিণের শিং। তাকে জিজ্ঞাসাবাদ করে পরে আরও দুটি হরিণের সিং উদ্ধার হয়। ওই যুবক হরিণের শিং বিক্রির চেষ্টা করছিল বলে বন দফতর সূত্রের খবর।
advertisement
এই ঘটনার পরই নড়ে চড়ে বসেছে বন দফতর। এই চক্রে আর কারা জড়িত আছে তার খোঁজ চলছে। সম্প্রতি বাগডোগরা থেকে কিছুদিন আগে এসএসবি বাজেয়াপ্ত করেছিল একটি হরিণের শিং। শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় হরিণের শিং পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় চিন্তিত বন বিভাগ।
অনির্বাণ রায়