শীত মানেই পর্যটনের মরশুম। আর এই পর্যটনের মরশুমে পর্যটকরা পাড়ি দেন পাহাড়ের কোলে। শৈলশহর দার্জিলিং বেড়াতে আসেন সকলে। তবে দার্জিলিং যেতে সবথেকে কম খরচে যাওয়ার উপায়টি বুঝি অনেকেরই অজানা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে দার্জিলিংগামী যে বাস চালানো হয় তার খরচ মাত্র ১০৫ টাকা। সেটা নিয়ে কার্যত কিছুটা হলেও বিচলিত ট্যাক্সি চালকরা।
advertisement
আরও পড়ুনঃ দুধ-কলা একসঙ্গে খান? কত বড় ভুল করছেন জানেন? জানলে মুহূর্তে মাথা ঘুরে যাবে
দার্জিলিং যাওয়ার অন্যতম সওয়ারি ছোট ট্যাক্সি। যার ভাড়া ২৫০ থেকে ৩০০ টাকা। কিন্তু বাসের ভাড়া অনেকটাই কম হওয়ায় কেউ আর ট্যাক্সিতে যেতে চাইছে না, দাবি ট্যাক্সি চালকদের। পর্যটনের মরশুমে দার্জিলিং যেতে হলে বুকিং গাড়ি সেখানে ভাড়া একটু বেশি প্রায় ২৫০০ টাকা। শেয়ার গাড়িতেও যেতে পারেন মাথাপিছু ভাড়া পড়বে ২০০ টাকা। তবে শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে গেলে গাড়ির ভাড়া অনেকটাই কম লাগবে। বাসে লাগবে মাথাপিছু ১০৫ টাকা। এই সামান্য টাকাতেই ঘুরে আসা যাবে দার্জিলিং। তাই পর্যটকেরা বাসে যেতেই পছন্দ করছেন দার্জিলিংয়ে।
সকাল সাড়ে ছ'টা থেকে বাস ছাড়ে শিলিগুড়ি তেনজিং নর্গে বাসস্ট্যান্ড থেকে। পর্যটকেরা জানাচ্ছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাস যাত্রার জন্য খুবই উপকারী। অনেকটা কম টাকা খরচ হচ্ছে তাদের। যেখানে ছোট গাড়িতে করে যেতে ২৫০ টাকা লাগছে, সেখানে ১০৫ টাকাতেই আমরা বাড়ি পৌঁছে যেতে পারছি। শুধু আমি না সাধারণ মানুষও অনেক উপকৃত হয়েছে এই পরিষেবার জন্য ।
অনির্বাণ রায়