প্রাথমিকভাবে দার্জিলিং, কালিম্পং এর পাহাড় ও সমতলের এলাকার প্রায় সাড়ে চার লক্ষ বাড়িতে বাড়িতে ভূ-গর্ভস্থ পানীয় জল পৌছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে পাহাড়ের ক্ষেত্রে ঝর্নার জলের উপর বেশিরভাগ সময় নির্ভর করতে হয়। তবে যেসকল এলাকায় তা নেই পাহাড়ের সেইসব এলাকায় একাধিক নতুন প্রকল্প করে ঝরনার জল এবং ওয়াটার প্লান্ট বসিয়ে বাড়ি বাড়ি জল পৌছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বসছে নতুন ১০০ সিসি ক্যামেরা, পুলিশের নজরদারিতে থাকবে নয়াবাজারের রাস্তাঘাট
শুধুমাত্র বাড়ি বাড়ি নয় বিভিন্ন স্কুল, কমিউনিটি হল এবং মন্দির-মসজিদ- গির্জাতেও পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্তারা। এ প্রসঙ্গে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার উত্তরবঙ্গ সঞ্জয় কুমার বলেন, \"দার্জিলিংয়ের ১,২৪,০০০ শিলিগুড়ি মহকুমার আড়াই লক্ষ এবং কালিম্পংয়ের ৫৫০০০ বাড়িতে প্রাথমিকভাবে জল পৌছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুনঃ নাটকের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটাতে শুরু বিদ্যালয়ের নাট্যোৎসব
পাহাড়ের ক্ষেত্রে মূলত আমরা ঝর্ণার জলের ওপর নির্ভর করলেও আগামীতে ওয়াটার প্ল্যান্ট গড়ে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে।\" জনস্বাস্থ্য কারিগরি দফতরের ইঞ্জিনিয়ার অমিতাভ দত্ত বলেন, \"প্রায় দু'বছর করোনার কারণে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম। তবে এবারে আমরা উদ্যোগ দ্রুত নিয়ে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।\"
Anirban Roy