আরও পড়ুন: ঘুমন্ত বুদ্ধ’রূপী বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখা গেল শিলিগুড়ি থেকেই, রইল অ্যালবাম
ক্লাব সদস্য-সহ স্থানীয় মহিলারা দুর্গা প্রতিমাকে বরণ করে নেন। এর পর মণ্ডপেই সিঁদুর খেলায় মাতেন তাঁরা। অনেকে আবার প্রতিমার সামনে ধুনুচি নাচেও অংশ নেন। চলে দেদার মিষ্টি খাওয়া। দেবীকে বরণ করে বিদায় জানান এলাকার মহিলারা। বিদায় বেলায় সকলেরই প্রার্থনা থাকে জীব জগতের সকলের মঙ্গল করুণ মা। সবাই যেন ভালো থাকে, আনন্দে থাকে। এরপর স্বামীদের মঙ্গল কামনা করে সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা।
advertisement
আরও পড়ুন: পুজোয় এবার হোক ভিন্ন স্বাদের মিষ্টিমুখ! স্পেশ্যাল মিষ্টি কিনতে ভিড় এই দোকানে
প্রথমবার সিঁদুর খেলতে আসা পায়েল সূত্রধর জানালেন, যে ছোট থেকেই মা কাকিমাদের তিনি দেখে এসেছেন সিঁদুর খেলতে কিন্তু তাদের বাড়ির পুরনো রীতি আছে যে অবিবাহিত মেয়েদের সিঁদুর খেলতে নেই তাই তারা দূর থেকেই দেখতেন এই সিঁদুর খেলা এবং তখন থেকেই তার মনে কৌতুহল থাকতো যে তিনিও কবে খেলতে পারবেন। তবে বিয়ের পর প্রথমবার সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন তিনি ভীষণ খুশি।
অনির্বাণ রায়






