TRENDING:

Vijaya Dashami: বিষাদের সুরে সিঁদুর খেলায় মাতলেন সকলে! নাচে গানে মিষ্টিমুখে মাকে বিদায়

Last Updated:

সিঁদুর খেলা ও দেবী বরণের মধ্যে দিয়ে ঘরের মেয়েকে কৈলাশে পাঠানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে উদয়ন সমিতির পুজো মণ্ডপে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: পুজো শেষ ঘরের মেয়ে উমাকে বিদায় দেওয়ার পালা ৷ তাই তো মনভার আপামর বাঙালির ৷ তবে রীতি তো মানতেই হবে। তাই সিঁদুর খেলা ও দেবী বরণের মধ্যে দিয়ে ঘরের মেয়েকে কৈলাশে পাঠানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে উদয়ন সমিতির পুজো মণ্ডপে।মা দুর্গার ঘরে ফেরার পালা। আকাশে বাতাসে বিষাদের সুর। তবে বিসর্জনের মন খারাপ ভুলতে বিজয়া দশমীর দিন একাধিক নিয়ম পালন করে মাকে হাসি মুখে বিদায় জানানো হয়। তাই দশমীর দিন একাধিক নিয়ম আচার পালন করা হয়ে থাকে।
বিজয়া দশমী
বিজয়া দশমী
advertisement

আরও পড়ুন: ঘুমন্ত বুদ্ধ’রূপী বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখা গেল শিলিগুড়ি থেকেই, রইল অ্যালবাম

ক্লাব সদস্য-সহ স্থানীয় মহিলারা দুর্গা প্রতিমাকে বরণ করে নেন। এর পর মণ্ডপেই সিঁদুর খেলায় মাতেন তাঁরা। অনেকে আবার প্রতিমার সামনে ধুনুচি নাচেও অংশ নেন। চলে দেদার মিষ্টি খাওয়া। দেবীকে বরণ করে বিদায় জানান এলাকার মহিলারা। বিদায় বেলায় সকলেরই প্রার্থনা থাকে জীব জগতের সকলের মঙ্গল করুণ মা। সবাই যেন ভালো থাকে, আনন্দে থাকে। এরপর স্বামীদের মঙ্গল কামনা করে সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা।

advertisement

আরও পড়ুন: পুজোয় এবার হোক ভিন্ন স্বাদের মিষ্টিমুখ! স্পেশ্যাল মিষ্টি কিনতে ভিড় এই দোকানে

প্রথমবার সিঁদুর খেলতে আসা পায়েল সূত্রধর জানালেন, যে ছোট থেকেই মা কাকিমাদের তিনি দেখে এসেছেন সিঁদুর খেলতে কিন্তু তাদের বাড়ির পুরনো রীতি আছে যে অবিবাহিত মেয়েদের সিঁদুর খেলতে নেই তাই তারা দূর থেকেই দেখতেন এই সিঁদুর খেলা এবং তখন থেকেই তার মনে কৌতুহল থাকতো যে তিনিও কবে খেলতে পারবেন। তবে বিয়ের পর প্রথমবার সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন তিনি ভীষণ খুশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Vijaya Dashami: বিষাদের সুরে সিঁদুর খেলায় মাতলেন সকলে! নাচে গানে মিষ্টিমুখে মাকে বিদায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল