এ দিন 'বন্দে ভারত'কে নিউ জলপাইগুড়ি স্টেশনে স্বাগত জানাতে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ও হাতে জাতীয় পতাকা ও ঢাক ঢোল নিয়ে আগে থেকেই দার্জিলিং জেলা বিজেপির একাধিক কর্মী ও সমর্থকদের পাশাপাশি ভিড় জমান সাধারণ মানুষেরা। বন্দে ভারত স্টেশনে প্রবেশ করতেই আনন্দ ও উৎসাহে মেতে ওঠে বিজেপির জেলা নেতৃত্ব ও কর্মীরা।
advertisement
আরও পড়ুনঃ ৪৩০ টাকাতেই বন্দে ভারতে ভ্রমণ, দেশের দ্রুত গতির ট্রেনে চড়ার স্বপ্নপূরণ মধ্যবিত্তের
রেলের তরফে জানানো হয়েছে , বন্দে ভারত সপ্তাহে ৬ দিন হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে চলবে। এ ছাড়া এই ট্রেন এখন প্রায় ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ছুটবে। তবে মালদহ থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত রেল লাইনের উন্নতিকরণের পর বন্দে ভারত তার নির্ধারিত গতিতেই চলবে। পাশাপাশি বন্দে ভারত ট্রেনের ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা আরও ভাল হবে বলে আশাবাদী।
বন্দে ভারতের লোকো পাইলট সমরেশ আমিন জানিয়েছেন এ যেন মানুষের প্রত্যাশা পূরণের গল্প। মানুষ চেয়েছিলেন এমন একটি ট্রেন। এই ট্রেনটি পেয়ে মানুষ ভীষণ খুশি । কোনও বাধার সম্মুখীন হতে হয়নি, নির্বিঘ্নে ট্রেনটি ১১০ কিমি গতিতে এনজেপি পৌঁছয়। হাওড়া থেকে গিয়েছিলেন যাত্রী সংঘমিত্রা মজুমদার। তিনি বলেন, 'প্লেনের থেকে কোনও অংশে কম নয় স্বাচ্ছন্দ্য। সুন্দর খাওয়া-দাওয়া, সুন্দর পরিবেশনা। ট্রেন চলাকালীন মনে হয়নি ট্রেনে বসে রয়েছি।'
অনির্বাণ রায়