TRENDING:

Vande Bharat Express|| 'প্লেনের চেয়ে কোনও অংশে কম নয়', বন্দে ভারত নিয়ে উদ্দীপনায় ফুটছে বাংলা

Last Updated:

বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানাতে ঢাক ঢোল কাসর উলুধ্বনিতে গোটা এনজিপি প্ল্যাটফর্ম গমগম করছিল। শুক্রবার বঙ্গবাসীদের বহু প্রতীক্ষিত বন্দে ভারতের ভার্চুয়ালি হাওড়া স্টেশন থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: সময় তখন রাত ৯.২০। বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানাতে ঢাক, ঢোল, কাঁসর, উলুধ্বনিতে গোটা এনজিপি প্ল্যাটফর্ম গমগম করছে। শুক্রবার বঙ্গবাসীর বহু প্রতীক্ষিত বন্দে ভারতের ভার্চুয়ালি হাওড়া স্টেশন থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর শুরু হয় বন্দে ভারত ট্রেনের প্রথম যাত্রা, বিভিন্ন স্টেশন হয়ে এ দিন প্রায় রাত ৯:২০ মিনিটে বন্দে ভারত পৌঁছয় নিউ জলপাইগুড়ি স্টেশনে।
advertisement

এ দিন 'বন্দে ভারত'কে নিউ জলপাইগুড়ি স্টেশনে স্বাগত জানাতে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ও হাতে জাতীয় পতাকা ও ঢাক ঢোল নিয়ে আগে থেকেই দার্জিলিং জেলা বিজেপির একাধিক কর্মী ও সমর্থকদের পাশাপাশি ভিড় জমান সাধারণ মানুষেরা। বন্দে ভারত স্টেশনে প্রবেশ করতেই আনন্দ ও উৎসাহে মেতে ওঠে বিজেপির জেলা নেতৃত্ব ও কর্মীরা।

advertisement

আরও পড়ুনঃ ৪৩০ টাকাতেই বন্দে ভারতে ভ্রমণ, দেশের দ্রুত গতির ট্রেনে চড়ার স্বপ্নপূরণ মধ্যবিত্তের

রেলের তরফে জানানো হয়েছে , বন্দে ভারত সপ্তাহে ৬ দিন হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে চলবে। এ ছাড়া এই ট্রেন এখন প্রায় ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ছুটবে। তবে মালদহ থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত রেল লাইনের উন্নতিকরণের পর বন্দে ভারত তার নির্ধারিত গতিতেই চলবে। পাশাপাশি বন্দে ভারত ট্রেনের ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা আরও ভাল হবে বলে আশাবাদী।

advertisement

View More

বন্দে ভারতের লোকো পাইলট সমরেশ আমিন জানিয়েছেন এ যেন মানুষের প্রত্যাশা পূরণের গল্প। মানুষ চেয়েছিলেন এমন একটি ট্রেন। এই ট্রেনটি পেয়ে মানুষ ভীষণ খুশি । কোনও বাধার সম্মুখীন হতে হয়নি, নির্বিঘ্নে ট্রেনটি ১১০ কিমি গতিতে এনজেপি পৌঁছয়। হাওড়া থেকে গিয়েছিলেন যাত্রী সংঘমিত্রা মজুমদার। তিনি বলেন, 'প্লেনের থেকে কোনও অংশে কম নয় স্বাচ্ছন্দ্য। সুন্দর খাওয়া-দাওয়া, সুন্দর পরিবেশনা। ট্রেন চলাকালীন মনে হয়নি ট্রেনে বসে রয়েছি।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Vande Bharat Express|| 'প্লেনের চেয়ে কোনও অংশে কম নয়', বন্দে ভারত নিয়ে উদ্দীপনায় ফুটছে বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল