শুক্রবার বেলার দিকে খাই খাই বাজারে কোনও একটি বিষয় নিয়ে বচসা শুরু হয় দুই বন্ধু গৌরব চক্রবর্তী ও গৌরব সূত্রধরের মধ্যে। দুজনেই একই জায়গায় কাজ করত বলে জানা গিয়েছে। বচসা চলাকালীন হঠাৎই মেজাজ হারিয়ে গৌরব চক্রবর্তীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে গৌরব সূত্রধরের বিরুদ্ধে। হঠাৎ এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়। শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে গ্রেফতার করে।
advertisement
আরও পড়ুন: বাসস্ট্যান্ড থেকে উদ্ধার হেল্পারের দেহ, অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য আরামবাগে
এই ঘটনায় গলিবিদ্ধ হন গৌরব চক্রবর্তী। তাঁকে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে এই বিষয়ে ভক্তিনগর থানায় আহত গৌরব চক্রবর্তী পরিবার লিখিত অভিযোগ দায়ের করে। শুক্রবার রাতেই খাই খাই বাজার এলাকা থেকে অভিযুক্ত গৌরব সূত্রধরকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে ফকদই বাড়ি এলাকায় রতন ঘোষের বাড়িতে হানাদায় পুলিশের একটি দল। সেখান থেকে হামলায় ব্যবহৃত ৭.৬৫ এমএম পিস্তল ও দু’রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করে পুলিশ। রতন ঘোষকেও গ্রেফতার করা হয়। ধৃত দু’জনকে শনিবার দুপুরে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
শিলিগুড়ি খবর | Siliguri News
অনির্বাণ রায়