স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে তিন আরোহী একটি বাইকে করে যাচ্ছিল। সেই সময় পেছন থেকে একটি ট্রাক এসে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবা নামে এক বাইক আরোহীর। বাকি দু'জনকে গুরুতর আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের নাম মানতাজুল ও মানিক।
আরও পড়ুন: বাধা কাটিয়ে সাঁকরাইলে লিকুইড বর্জ্য থেকে তৈরি হচ্ছে সা, বাজারে চাহিদাও যথেষ্ট
advertisement
এই দুর্ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ছুটে আসে এনজেপি থানার বিশাল পুলিশ বাহিনী। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার বদলে উত্তেজিত জনতা পুলিশের উপর চড়াও হয়। তাদের ছোড়া ঢিলে এসআই প্রদীপ দেওয়ালি ও এএসআই খগেন বর্মন আহত হন। এরপর পুলিশ কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উত্তেজনা প্রশমিত হলেও এলাকায় বিপুল পুলিশবাহিনী মোতায়েন করা আছে।
অনির্বাণ রায়