TRENDING:

Siliguri News: দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহী, ঘটনাস্থলে গিয়ে মার খেল পুলিশ!

Last Updated:

ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু হতেই ক্ষেপে ওঠে এলাকার মানুষ। ঘাতক ট্রাকটিতে তারা আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হল পুলিশ‌ও। উত্তেজিত জনতার ছোড়া ঢিলে আহত হন দুই পুলিশ অফিসার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। তারপর‌ই ক্ষিপ্ত জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উল্টে আহত হল ২ পুলিশ অফিসার। সব মিলিয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল শিলিগুড়ির এনজেপি থানার অন্তর্গত অম্বিকানগর সংলগ্ন মাইকেল এলাকায়।
advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে তিন আরোহী একটি বাইকে করে যাচ্ছিল। সেই সময় পেছন থেকে একটি ট্রাক এসে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবা নামে এক বাইক আরোহীর। বাকি দু'জনকে গুরুতর আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের নাম মানতাজুল ও মানিক।

আরও পড়ুন: বাধা কাটিয়ে সাঁকরাইলে লিকুইড বর্জ্য থেকে তৈরি হচ্ছে সা, বাজারে চাহিদাও যথেষ্ট

advertisement

এই দুর্ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ছুটে আসে এনজেপি থানার বিশাল পুলিশ বাহিনী। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার বদলে উত্তেজিত জনতা পুলিশের উপর চড়াও হয়। তাদের ছোড়া ঢিলে এসআই প্রদীপ দেওয়ালি ও এএসআই খগেন বর্মন আহত হন। এরপর পুলিশ কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উত্তেজনা প্রশমিত হলেও এলাকায় বিপুল পুলিশবাহিনী মোতায়েন করা আছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহী, ঘটনাস্থলে গিয়ে মার খেল পুলিশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল