TRENDING:

Siliguri News: এ যেন এক অদ্ভুত টোটো! শিলিগুড়ির ঘটনা জানলে অবাক হবেন

Last Updated:

তিনি তাঁর টোটোর ছাদে, পাশের বিভিন্ন জায়গায় লাগিয়েছেন অজস্র ছোট ছোট গাছ । এই সকল গাছের মধ্য দিয়েই সবুজায়নের বার্তা পৌঁছে দিতে চাইছেন সবার মধ্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: সবুজায়নের একটি ছোট্ট প্রচেষ্টা, টোটো ভর্তি গাছ লাগালেন শিলিগুড়ির টোটো চালিকা মুনমুন সরকার। বর্তমান যুগে আবাসন তৈরি করতে গিয়ে দিনের পর দিন কেটে সাফ করে ফেলা হচ্ছে গাছ। ফলে ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশের। অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য প্রতিনিয়ত সবুজায়নের বার্তা দিতে দেখা যায় সরকার থেকে শুরু করে বিভিন্ন সংস্থাকে। তবে এবার এই সবুজায়নের অভিনব বার্তা নিয়ে হাজির শিলিগুড়ির এই টোটো চালিকা।
advertisement

শহরের প্রথম মহিলা টোটো চালিকা হিসেবে তিনি অনেক মহিলাকে স্বনির্ভর হওয়ার রাস্তা দেখিয়েছেন। এবার তিনি তাঁর টোটোর ছাদে, সাইডের বিভিন্ন জায়গায় লাগিয়েছেন অজস্র ছোট ছোট গাছ । এই সকল গাছের মধ্য দিয়েই সবুজায়নের বার্তা পৌঁছে দিতে চাইছেন সবার মধ্যে।

আরও পড়ুন: বিকট শব্দে কেঁপে উঠল কোচবিহার! ভূমিকম্প বা বিস্ফোরণ নয়! আওয়াজ রহস্যে বাড়ছে ভয়

advertisement

প্রসঙ্গত, চলতি সময়ে শহর জুড়ে গড়ে উঠছে শুধু কংক্রিট, সেই কংক্রিটের মাঝে হারিয়ে যাচ্ছে সবুজ আর এই বিশ্ব উষ্ণায়নে সবুজায়নের গুরুত্ব ঠিক কতটা তা বুঝিয়ে দিয়েছিল covid-19। করোনাকালীন সময়ে বহু মানুষের মৃত্যু ঘটেছিল অক্সিজেনের অভাবে।

করোনা অতিমারির সময় যখন মানুষ মানুষের থেকে দূরত্ব রেখেছিল সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন শিলিগুড়ির মুনমুন দেবী। তিনি জানান, “কোভিডের সময় অক্সিজেনের অভাবে বহু রোগী তার টোটোতেই প্রাণ হারিয়েছিলেন আর এই দৃশ্য দেখে বুঝতে পারি যে আমাদের পরিবেশের জন্য গাছ ঠিক কতোটা প্রয়োজনীয়। ও তখনই মুনমুন দেবী সিদ্ধান্ত নেন সাধারণ মানুষের মধ্যেও যেন গাছের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা জাগে”

advertisement

গাছের প্রতি ভালোবাসা এবং সবার মধ্যে সবুজায়নের বার্তা পৌঁছে দেওয়ার জন্যই তিনি এমন গাছের আয়োজন করেছেন। তাঁর দাবি, এইভাবে গাছ লাগানো হলে টোটোর কোনও ক্ষতি হয় না, খুব একটা ওজনও বেড়ে যায় না। অথচ সৌন্দর্য বৃদ্ধি পায় এবং চালক থেকে যাত্রী প্রত্যেকেই গাছের ছায়ায় ঠাণ্ডা অনুভব করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেলায় বিনোদন নয়, শিশুদের শেখানো হচ্ছে আত্মরক্ষার পাঠ! স্যালুট জানানোর মতো উদ্যোগ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: এ যেন এক অদ্ভুত টোটো! শিলিগুড়ির ঘটনা জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল