রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প এবং লোক শিল্পীদের মান উন্নয়নের লক্ষ্যে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই কর্মশালার উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, জেলা তথ্য ও সংস্কৃত দপ্তরের আধিকারিক লেক্সিমা ভুটিয়া, সহ বহু বিশিষ্টজনেরা।
আরও পড়ুন ঃ দুঃসাহসিক কাণ্ড চোরের দলের! শেষে কিনা পুলিশের বাড়িতেই চুরি
advertisement
জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাড়ে ৫০০র বেশি লোকশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। সরকারি সমস্ত জনমুখী প্রকল্প গুলোর বিষয়ে লোক শিল্পীদের অবগত করার পাশাপাশি লোক শিল্পীদের মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন আলাপ আলোচনা করা হয় এই দিনের কর্মশালায়। লোক শিল্পীরা যাতে প্রতিনিয়ত তাদের শিল্পী সত্তাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আরো বেশি করে প্রচারের আলোয় আসতে পারে তার জন্যই এই কর্মশালার আয়োজন।
এছাড়াও ম্যালেরিয়া, ফাইলেরিয়া, এডস, বাল্যবিবাহ এই সমস্ত কিছুর বিষয়ে সচেতনতা মূলক বার্তা প্রদান করা হয় লোক শিল্পীদের। যদিও সরকারি উদ্যোগে বর্তমানে অনেকটাই প্রচারের আলোয় এসেছে লোকশিল্পীরা। রাজ্যের সবচেয়ে বেশি লোক শিল্পী ভাতা পাচ্ছেন। ২১৬৫৯ জন ইতিমধ্যে লোক প্রসার প্রকল্পের আওতায় রয়েছেন।
আরও পড়ুন ঃ শিলিগুড়ির রাস্তায় মাত্র ১৫০ টাকায় মিলছে হরিণ! আদতে কী ঘটেছে?
লোক শিল্পীরা আগামী দিনে যাতে তাদের শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখতে পারে তার জন্য সর্বদাই তাদের পাশে থাকার চেষ্টা করছে রাজ্য সরকার। মেয়র গৌতম দেব জানিয়েছেন, “লোক শিল্পীদের মান উন্নয়নের লক্ষ্যে মূলত এই কর্মশালা। এছাড়াও তারা সরকারের বিভিন্ন স্কিমগুলি সম্পর্কে কিভাবে অবগত হয়ে সেটাকে কাজে লাগাতে পারবে সে বিষয়েও আলোচনা করা হল।”
অনির্বাণ রায়