Siliguri News: শিলিগুড়ির রাস্তায় মাত্র ১৫০ টাকায় মিলছে হরিণ! আদতে কী ঘটেছে?

Last Updated:

গাছের তলায় বসেই দিব্যি তিনি বানাচ্ছেন হরিণ। রাস্তার পাশেই সার সার করে দাড়িয়ে থাকা হরিণগুলি দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। দেখে বোঝা মুশকিল যে এগুলি পাট দিয়ে তৈরি।

+
title=

শিলিগুড়ি: শিলিগুড়ির রাস্তায় হঠাৎ সারি সারি হরিণ? ভাবছেন জঙ্গল ছেড়ে রাস্তায় হরিণ কি করছে! আসলে এগুলো সব পাটের তৈরি হরিণ। উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা সঞ্জিত কুমার সাহা নিজের হাতে পাটের তৈরি হরিণ বানিয়ে আসছেন দীর্ঘ ৩২ বছর ধরে। বিভিন্ন রাজ্যে এই হরিণ বিক্রি করেই তার সংসার চলছে। এবার তার ঠাই হয়েছে শিলিগুড়ি শহরের কাওয়াখালির এক পাকুর গাছের তলায়। সেই গাছের তলায় বসেই দিব্যি তিনি বানাচ্ছেন হরিণ। রাস্তার পাশেই সার সার করে দাড়িয়ে থাকা হরিণ গুলি দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। দেখে বোঝা মুশকিল যে এগুলি পাট দিয়ে তৈরি।
প্রসঙ্গত, উনবিংশ শতাব্দীর শেষের দিকে পাট শিল্প উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পে পরিণত হয় এবং কলকাতা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাটজাত দ্রব্য উৎপাদন কেন্দ্রে পরিণত হয়। তবে বিশ শতকের প্রথম তিন দশক থেকে পাটশিল্পের অভাব হতে শুরু করে এখন কেবল হস্তশিল্পে পরিণত হয়েছে এই শিল্প।
আরও পড়ুন ঃ ফিল্মি কায়দায় শিলিগুড়িতে উদ্ধার ৩০ কোটির মাদক!
যুগের তালে মানুষ পাটের তৈরি জিনিস ব্যবহার করা ভুলেছে। তাই সেই শিল্পকে বাঁচিয়ে রাখতে সঞ্জিত আজও হরিণ, ঘোড়া বানিয়ে আসছেন। ভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে তিনি বিক্রি করছেন তার নিজের হাতের বানানো ঘোড়া, হরিণ ইত্যাদি।
advertisement
advertisement
পাট শিল্পী সঞ্জিত কুমার সাহা বলেন, “পাট শিল্প ধীরে ধীরে হারিয়ে যাবার মুখে। পাট দিয়েই এই হরিণ ঘোড়া তৈরি করি আমি। আমার হাতের তৈরি জিনিস বিক্রি করতে বহু রাজ্যে ঘুরেছি । দাম মাত্র ১৫০ থেকে ২০০ টাকা। আসা যাওয়ার পথে বহু লোক আমার তৈরি এই হরিণ দেখে দাঁড়িয়ে একবার হলেও দেখছে। এই নিয়েই আমার দিব্যি চলে যাচ্ছে।”
advertisement
আরও পড়ুন ঃ মড়মড় করে হঠাৎ শব্দ, ফুটবল ম্যাচ চলাকালীন দর্শকশুদ্ধ ডাল ভাঙল মাঠেই, রইল ভিডিও
অন্যদিকে পাটের হরিণ কিনতে এসে অনামিকা রায় জানান, “রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎই নজরে আসে এই হরিণগুলি। খুব সুন্দর করে বানিয়েছে এই হরিণগুলি। এগুলি তো এখন আর দেখতে পাওয়া যায় না। তাই স্মৃতি হিসেবে একজোড়া হরিণ কিনে নিলাম।”
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শিলিগুড়ির রাস্তায় মাত্র ১৫০ টাকায় মিলছে হরিণ! আদতে কী ঘটেছে?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement