Siliguri News: ফিল্মি কায়দায় শিলিগুড়িতে উদ্ধার ৩০ কোটির মাদক!

Last Updated:

ফিল্মি কায়দায় প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার পুলিশের। শিলিগুড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ ব্রাউন সুগার

শিলিগুড়ি: ফিল্মি কায়দায় কোটি কোটি টাকার ব্রাউন সুগার অধ্যায়। কয়েক কোটি টাকার ব্রাউন সুগার সহ শিলিগুড়িতে গ্রেফতার তিনজন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫ কেজি ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেফতার করে এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ।
এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় শিলিগুড়ি-জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত তিনজনের নাম দুর্গা সোরেন, প্রদীপ মুন্ডা ও রশিদ শেখ। জানা গিয়েছে, ধৃত দুর্গা সোরেন এবং প্রদীপ মুন্ডার বাড়ি শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে। অন্যদিকে রশিদের বাড়ি মালদহের কালিয়াচকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার মালদহ থেকে নিয়ে আসা হচ্ছিল শিলিগুড়িতে। শহরের ইস্টার্ন বাইপাসে এই ব্রাউন সুগারের হাত বদল হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বুধবার এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ ফিল্মি কায়দায় দু’দিক দিয়ে গিয়ে আটক করে ওই তিনজনকে।
advertisement
advertisement
ধৃতদের কাছে একটি গাড়ি সহ প্রায় ৫ কিলো ব্রাউন সুগার উদ্ধার হয়। জানা গিয়েছে এই বিপুল পরিমাণ ব্রাউন সুগারের বাজারমূল্য আনুমানিক ত্রিশ কোটি টাকা। শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদি জানিয়েছেন, শহরকে নেশামুক্ত করতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সবসময়ই এগিয়ে রয়েছে। তার জন্য সবসময় কড়া নজরদারি চালানো হচ্ছে।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ফিল্মি কায়দায় শিলিগুড়িতে উদ্ধার ৩০ কোটির মাদক!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement