সেই থেকে গোর্খা জনজাতি মহিলারা স্বামীর মঙ্গল কামনা করে তৃতীয়াতে এই হরিতালিকা তিজ উৎসব পালন করে আসছে কয়েক দশক ধরে। আগে মূলত নেপালে বসবাসকরি মহিলারা এই তিজ উৎসব পালন করত। জানা গেছে গত একমাস ধরে মহিলারা নিরামিষ খেয়ে এবং আজ শেষ দিন নির্জলা উপবাস থেকে পূজার্চনা করার পর স্বামীর পা ধুয়ে তার পর আহার করে।
advertisement
আরও পড়ুনঃ দূষণ রুখতে ব্যবস্থা, ফুলেশ্বরী নদীর উপর নেট দিয়ে ঘেরা শুরু
এদিন এই উৎসব উপলক্ষে নিজেদের সাংস্কৃতিক গানে নাচে আনন্দে মাতল মহিলারা। এবছরও একইভাবে এই পুজো করা হয়। দুর্গাগুড়ি জন কল্যাণ সংগঠন ও নারী প্রকোষ্ঠ যৌথভাবে পূজার আয়োজন করে। এবছরের ১৯ তম হরিতালিকা তিজ উৎসবে সকাল থেকে মহিলারা নির্জলা উপোস করে এই পুজো করে। পৌরাণিক মতে শিব ঠাকুরকে পেতে পার্বতী নির্জলা উপোস করে পুজো করেছিলেন, সেই প্রথাকে এগিয়ে নিয়েই এই পুজো করে মহিলারা।
আরও পড়ুনঃ বিদেশ বিভূঁইয়ে আটকে স্বামী! দু়ঃস্বপ্নে দিন কাটছে শ্রীবাস্তব পরিবারের
স্বামীর দীর্ঘ আয়ু কামনা করে এই পুজো করা হয়। পুজো শেষে নৃত্যে মেতে ওঠে সকল ব্রতীরা। অন্যদিকে, কালবার মহিলা সংগঠনের পক্ষ থেকেও তিজ উৎসব পালন করা হয়। এদিন তারাও নির্জলা উপোষকরে স্বামী ও পরিবারের মঙ্গল কামনায় ব্রতী হয়ে পুজো করে। জানা গিয়েছে, এই তিজ উপলক্ষে শ্রাবণ মাসধরেই নানা নিয়ম করে থাকেন ব্রতীরা।
Anirban Roy