TRENDING:

Siliguri News: কালীপুজোর কার্নিভালে ৭টি জায়গার ঐতিহ্যকে তুলে ধরা হল শিলিগুড়ির তরুণ সংঘে

Last Updated:

প্রতি বছরই তরুণ সংঘ তাদের কালীপুজোর প্রতিমা বিসর্জনের দিন এই কার্নিভালের আয়োজন করে থাকে। শহরবাসী মুখিয়ে থাকে তাদের এই কার্নিভাল দেখার জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: চারদিন পুজো কাটিয়ে অবশেষে আজ কালীপুজোর পর প্রতিমা বিসর্জনে তরুণ সংঘের কার্নিভাল । এবছর তরুণ সংঘ প্রতিমা বিসর্জনে বিশেষ আকর্ষণ ফুটিয়ে তোলার জন্য কার্নিভালের আয়োজন করেছে। ৭ টি রাজ্যের সাংস্কৃতিক শিল্পগুলিকে ফুটিয়ে তোলা হল তাদের এই কার্নিভালে।
advertisement

ধামসা, রনপা, বিহু নাচ, ছৌ নাচ, জিমন্যাস্টিক-সহ আরও নানা রকমের খেলা এবং সংস্কৃতির ছোঁয়া রয়েছে তরুণ সংঘের পদযাত্রায়।

আরও পড়ুন: চলছে ছট পুজোর প্রস্তুতি, প্রসাদে রয়েছে প্রচুর গুনাগুণ, জানলে অবাক হবেন

আরও পড়ুন: পুলিশ ফাঁড়ি নাকি 'স্নেক আইল্যান্ড'! মালদহের অবস্থা শুনলে রাতের ঘুম উড়ে যাবে

advertisement

View More

প্রতি বছরই তরুণ সংঘ তাদের কালীপুজোর প্রতিমা বিসর্জনের দিন এই কার্নিভালের আয়োজন করে থাকে। শহরবাসী মুখিয়ে থাকে তাদের এই কার্নিভাল দেখার জন্য। বিগত দু'বছর করোনা পরিস্থিতির কারণে সে ভাবে পালিত হয়নি। এই বছর বড় করে কার্নিভালের আয়োজন করল শিলিগুড়ির তরুণ সংঘ ক্লাব। তাদের এই কার্নিভালকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা-সহ সমস্ত শিলিগুড়িবাসীকেই পা মেলাতে দেখা গেল। আনন্দে আত্মহারা হয়ে কার্নিভালে মেতে উঠলেন সবাই।

advertisement

তরুণ সংঘ ক্লাবের সদস্য তপন সাহার কথায়, ''এই বছর ধামসা, মাদল, রনপা, বিহু নাচ-সহ মোট সাতটি জায়গার সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমদের এই কার্নিভালে। ২০১৯ সালের আমরা শেষবার এই কার্নিভালের আয়োজন করেছিলাম। দর্শকরা অপেক্ষা করেছিল আবার কবে এরকম কার্নিভাল দেখতে পারবে। আমাদের কার্নিভালে প্রতি বছর নতুনত্ব থাকে। এ বছর আমরা সাতটি জায়গায় সংস্কৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সাতটি ট্যাবলো রয়েছে আমাদের। প্রতিটি বছর সুখে শান্তিতে কাটুক, এই বলেই মাকে আমরা আজ বিদায় জানাচ্ছি ।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: কালীপুজোর কার্নিভালে ৭টি জায়গার ঐতিহ্যকে তুলে ধরা হল শিলিগুড়ির তরুণ সংঘে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল