ধামসা, রনপা, বিহু নাচ, ছৌ নাচ, জিমন্যাস্টিক-সহ আরও নানা রকমের খেলা এবং সংস্কৃতির ছোঁয়া রয়েছে তরুণ সংঘের পদযাত্রায়।
আরও পড়ুন: চলছে ছট পুজোর প্রস্তুতি, প্রসাদে রয়েছে প্রচুর গুনাগুণ, জানলে অবাক হবেন
আরও পড়ুন: পুলিশ ফাঁড়ি নাকি 'স্নেক আইল্যান্ড'! মালদহের অবস্থা শুনলে রাতের ঘুম উড়ে যাবে
advertisement
প্রতি বছরই তরুণ সংঘ তাদের কালীপুজোর প্রতিমা বিসর্জনের দিন এই কার্নিভালের আয়োজন করে থাকে। শহরবাসী মুখিয়ে থাকে তাদের এই কার্নিভাল দেখার জন্য। বিগত দু'বছর করোনা পরিস্থিতির কারণে সে ভাবে পালিত হয়নি। এই বছর বড় করে কার্নিভালের আয়োজন করল শিলিগুড়ির তরুণ সংঘ ক্লাব। তাদের এই কার্নিভালকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা-সহ সমস্ত শিলিগুড়িবাসীকেই পা মেলাতে দেখা গেল। আনন্দে আত্মহারা হয়ে কার্নিভালে মেতে উঠলেন সবাই।
তরুণ সংঘ ক্লাবের সদস্য তপন সাহার কথায়, ''এই বছর ধামসা, মাদল, রনপা, বিহু নাচ-সহ মোট সাতটি জায়গার সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমদের এই কার্নিভালে। ২০১৯ সালের আমরা শেষবার এই কার্নিভালের আয়োজন করেছিলাম। দর্শকরা অপেক্ষা করেছিল আবার কবে এরকম কার্নিভাল দেখতে পারবে। আমাদের কার্নিভালে প্রতি বছর নতুনত্ব থাকে। এ বছর আমরা সাতটি জায়গায় সংস্কৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সাতটি ট্যাবলো রয়েছে আমাদের। প্রতিটি বছর সুখে শান্তিতে কাটুক, এই বলেই মাকে আমরা আজ বিদায় জানাচ্ছি ।''
অনির্বাণ রায়





