TRENDING:

Siliguri News: দীপাবলিতে রংবেরঙের আলপনা নিয়ে পসরা সাজিয়েছেন ভিন রাজ্যের যুবকেরা

Last Updated:

দীপাবলি উৎসবে কেবল আলোর ছটাই নয়, বিভিন্ন রঙের আল্পনা দিয়ে সাজিয়ে তোলা হয় ঘর। এর প্রচলন রয়েছে অবাঙালীদের মধ্যে। তবে বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে বাঙালি ও বাঙালি সকলেই ঘরকে সাজিয়ে তুলতে ব্যবহার করছেন এই রংবেরঙের আলপনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : দীপাবলি উৎসবে কেবল আলোর ছটাই নয়, বিভিন্ন রঙের আল্পনা দিয়ে সাজিয়ে তোলা হয় ঘর। এর প্রচলন রয়েছে অবাঙালীদের মধ্যে। তবে বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে বাঙালি ও বাঙালি সকলেই ঘরকে সাজিয়ে তুলতে ব্যবহার করছেন এই রংবেরঙের আলপনা। আর ভিন রাজ্য থেকে এই আলপনা নিয়ে পসরা সাজিয়ে বসেছে প্রচুর যুবকেরা। প্রতিবছরই দীপাবলীর আগে শিলিগুড়ি এবং মহাকুমা বিভিন্ন বাজারে ছড়িয়ে ছিটিয়ে বসেন তারা। প্রতি বছরের ন্যায় এবছরও শিলিগুড়ির বাজারে রয়েছেন তারা।
advertisement

মূলত কানপুর থেকে এসেছে এই যুবকদের দল। তাদের ধর্ম আলাদা হলেও হিন্দু ধর্মের মানুষের এই উৎসবকে রঙিন করে তুলতে প্রতিবছরের প্রচেষ্টা থাকে তাদের। প্রায় ২৫ বছরেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন জায়গাতে রং এবং তার সঙ্গে ডিজাইন করা ছাঁকনি নিয়ে পসরা সাজিয়ে বসেন তারা। একইভাবে এই বছরও কানপুর থেকে শিলিগুড়ি এসেছে একটি দল। যেখানে রয়েছে প্রায় ৭০ জন। জানা গিয়েছে শিলিগুড়ির বিভিন্ন জায়গাতে বাড়ি ভাড়া করে থাকছেন তারা।

advertisement

আরও পড়ুনঃ এবার তরুণ সংঘের কালী পুজোর মণ্ডপে মায়াপুরের ইসকনের মন্দির

বিধান মার্কেট, হংকং মার্কেট, শেঠ শ্রীলাল মার্কেট সহ শহরের প্রায় সমস্ত মার্কেটের দেখা যায় তাদের। কেবলমাত্র শহরই নয় মহকুমার বাজারেও তাদের দেখা যায়। আল্পনা আঁকা ছাঁকনি রং বিক্রি করেন তারা। এই দলেরই সদস্য রহমত আলী বলেন, "এই রেডিমেড আল্পনার ব্যাপক চাহিদা বেড়েছে। শিলিগুড়িতে এর বিক্রি অনেক হয়। তাই আমার প্রতিবছর এখানে আসি। আমাদের বাবারা কয়েক বছর আগে এখানে এসেছিল। এখন আমরা আসি।"

advertisement

View More

আরও পড়ুনঃ শিলিগুড়ির জংশন রেলওয়ে স্টেশনের যাত্রী প্রতিক্ষালয়ে অগ্নিকান্ড! ঘটনায় চাঞ্চল্য

আনোয়ার খান বলেন, "এখানে আমরা একসঙ্গে বাড়ি ভাড়া করে থাকি। সকালে যে যার মত কাজে বেরিয়ে যায়। এবছরও ভালো বিক্রি হচ্ছে।" সারাবছর সিঁদুর বিক্রি করে তাদের সংসার চলে। দীপাবলি হোলির আগেই তারা দেশের বিভিন্ন জায়গায় যায়। এবছর গতবছরের তুলনায় দাম বেড়েছে। ১০০ গ্রাম রঙের দাম রয়েছে ১০ থেকে ২০ টাকার মধ্যে।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: দীপাবলিতে রংবেরঙের আলপনা নিয়ে পসরা সাজিয়েছেন ভিন রাজ্যের যুবকেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল