Siliguri News: এবার তরুণ সংঘের কালী পুজোর মণ্ডপে মায়াপুরের ইসকনের মন্দির

Last Updated:

শিলিগুড়ি তে মায়াপূরের ইসকন! ৩০ লাখ টাকা ব্যয় করে গড়ে উঠছে ইসকন ৷ মায়াপুরের ইসকন দেখার সাধ এবার পূরণ শিলিগুড়ি বাসির । পুজোর চারদিন শিলিগুড়ির তরুণ সংঘ ক্লাবের মন্ডপে এলে মনে হবে আপনি মায়াপুরের ইসকন মন্দিরে রয়েছেন ।

+
মায়াপুরের

মায়াপুরের ইসকন এবার শিলিগুড়িতে

#শিলিগুড়ি : শিলিগুড়ি তে মায়াপূরের ইসকন! ৩০ লাখ টাকা ব্যয় করে গড়ে উঠছে ইসকন ৷ মায়াপুরের ইসকন দেখার সাধ এবার পূরণ শিলিগুড়ি বাসির । পুজোর চারদিন শিলিগুড়ির তরুণ সংঘ ক্লাবের মন্ডপে এলে মনে হবে আপনি মায়াপুরের ইসকন মন্দিরে রয়েছেন । এমনটাই দাবি পুজো কমিটির ৷ এই মন্ডপ সজ্জা দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। নদিয়ার মায়াপুরের ইসকন দেখার সাধ থাকলেও, সাধ্য অনেকের থাকে না৷
আবার অনেকই ইচ্ছে থাকলেও, বিভিন্ন কারণে সেখানে পৌঁছতে পারেন না৷ ফলে মায়াপুরের ইসকন দেখার সাধ অপূর্ণ থেকে যায় এবার সেই সাধ পূরণ করতে শিলিগুড়ির তরুণ সংঘ ক্লাব মায়াপুরের ইসকনের আদলে তাদের মন্ডপ তৈরি করেছে। বছর শিলিগুড়ির তরুণ সংঘ ক্লাব ৬৮ তম বর্ষে পদার্পণ করেছে কাঁথির শিল্পী চন্দন জানার হাত ধরে এবছর মন্ডপ সজ্জায় ময়াপুরের ইসকন ফুটে উঠেছে , দুর্গাপুর চন্দননগরের বিশেষ আলোক সজ্জা রয়েছে তাদের এবারের পুজোয়
advertisement
আরও পড়ুনঃ শিলিগুড়ির জংশন রেলওয়ে স্টেশনের যাত্রী প্রতিক্ষালয়ে অগ্নিকান্ড! ঘটনায় চাঞ্চল্য
এছাড়াও বিসর্জনে রয়েছে বিশেষ আকর্ষণ গত দুই বছর করণা অতিমারির কারণে তাদের পুজো সেভাবে করে উঠতে পারেনি তাই এবছর তরুণ সংঘ প্রতিমা বিসর্জনে বিশেষ আকর্ষণ ফুটিয়ে তোলার জন্য কার্নিভালে আয়োজন করেছে ১১ টি রাজ্যের সাংস্কৃতিক শিল্প গুলিকে ফুটিয়ে তোলা হবে তাদের এই কার্নিভালে পুজোর তিন দিন ভোরে প্রতিবছরের ন্যায় এবছরও প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মাছ ধরতে গিয়ে দাঁতাল হাতির হানায় মৃত্যু এক যুবকের
পুজো কমিটির সদস্য উত্তম সিনহা বলেন, ‘‘এটা আমাদের ৬৮ তম বছর৷ মায়াপুরের ইসকনের আদলে এই মণ্ডপ সজ্জা হচ্ছে প্রতি বছরই আমাদের মণ্ডপ দেখার আগ্রহ থাকে মানুষের মধ্যে৷ এবার আশা করছি উপচে পড়বে মানুষ ’’ এই নতুন ইসকন দেখতে সাধারণ মানুষ দলে দলে ভিড় করবে বলেই আশাবাদী তিনি।
advertisement
 
 
 
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: এবার তরুণ সংঘের কালী পুজোর মণ্ডপে মায়াপুরের ইসকনের মন্দির
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement