এবার তাদের নিয়েই দুর্গাপূজো পালন করলো এই দম্পতি। দীর্ঘদিন ধরে অনির্বাণ এবং পৌলমী একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। তারা মূলত মোবাইল লাইব্রেরী নিয়ে বিভিন্ন চা বাগানে ঘুরেছেন। তাদের মূল উদ্দেশ্য ছিল যে সমস্ত দুঃস্থ পড়ুয়ারা রয়েছে তাদের শিক্ষার যোগান দেয়া। তারা প্রতিদিন গিয়ে চা বাগানের শিশুদের পড়িয়েছেন। এছাড়াও এই দম্পতি বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ বছর জুড়েই করে আসছেন।
advertisement
আরও পড়ুনঃ শিলিগুড়ির এই মন্ডপ যেন জীবনযাত্রার প্রতিবিম্ব! থিমের নাম সংসার
প্রায় ৩০ টি গ্রাম ১৬ টি চা বাগানের অজস্র মানুষের ঢল দেখা যায় এদিন তাদের পুজোয়। বছরের পর বছর পেরিয়ে গেলেও তারা কোনদিনও অঞ্জলি দেয়নি। দাদা - দিদি দের জন্য অনেক আনন্দে , মাদল বাজিয়ে গান করে উপভোগ করে তারা খুব খুশি বলে জানালেন যোসমতিরা। এদিন পৌলমী নন্দী জানান ওদের জন্যই এই পুজোর আয়োজন। সবার সাথে আনন্দ ভাগ করে নেয়ার মজা তাই আলাদা।
Anirban Roy