সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত করা হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়ে। তিনি আরও জানান নকশালবাড়িতে হাতিঘিসা এলাকায় কিছু জমি চিহ্নিতকরণ ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে সমস্ত ব্লকগুলিতেই এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু করা হবে। সামাজিক পরিবেশ আমাদের ব্যবহারের যে কোন অযোগ্য বাতিল অপ্রয়োজনীয় উপকরণই হলো বর্জ্য পদার্থ প্রকৃতিগতভাবে বর্জ্য পদার্থ কঠিন তরল গ্যাসীয় তিন প্রকারের হয়।
advertisement
আরও পড়ুনঃ রেল হাসপাতালের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরব অবসরপ্রাপ্ত রেল কর্মীরা
এগুলোর মধ্যে মুখ কত কঠিন বর্জ্য পদার্থ পরিবেশের অবনমনে অন্যতম প্রধান নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে। ক্যারিব্যাগ ,গৃহস্থলীর বর্জ্য, চিকিৎসা বর্জ্য ,কৃষি বর্জ্য ,ইলেকট্রনিক বর্জ্য ,শিল্প বর্জ্য উল্লেখযোগ্য। অন্যান্য ধরনের বর্জ্য পদার্থের সঙ্গে কঠিন বর্জ্য বা সলিড ওয়েস্ট পরিবেশের অবক্ষয়ের প্রধান ভূমিকা পালন করে। এই কঠিন বর্জ্য দ্বারা মৃত্তিকা, জল,বায়ু দূষণ তো ঘটেই। তাছাড়া স্থানীয় এলাকার মানুষের মধ্যে বিভিন্ন ধরনের জটিল রোগের প্রাদুর্ভাব ঘটায়।
আরও পড়ুনঃ কাগজ দিয়েই বেলুড় মঠ ইসকন মন্দির! বানিয়ে নজর কাড়লেন রতন
তাই সঠিকভাবে কঠিন বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা না করলে অদূর ভবিষ্যতে এটি সমাজে ও পরিবেশে মারাত্মক ক্ষতি ডেকে আনবে। এই সমস্যা দূর করতেই শিলিগুড়ি মহকুমার সমস্ত ব্লক জুড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু করার অঙ্গীকার মহকুমা পরিষদের। মহকুমা পরিষদের সভাপতি অরুন ঘোষ জানান প্রাথমিকভাবে চারটি গ্রাম পঞ্চায়েতের সাথে বৈঠক করে হাতি ভিসা এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করা হবে এরপর ধীরে ধীরে সমস্ত ব্লকগুলিতেই এই প্রকল্প চালু হবে গ্রাম পঞ্চায়েতগুলি এগুলির নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে।
Anirban Roy





