TRENDING:

Siliguri News: যৌনপল্লীতে বসবাসকারী ২০০ জন শিশুর হাতে খাদ্য সামগ্রী

Last Updated:

শ্যামাপূজা ও দীপাবলিতে কোথাও ব্রাত্য থেকে যায় যৌনপল্লীতে বসবাসকারী শিশুরা। শিলিগুড়ি শহরের মধ্যে বিবেকানন্দ রোডের পাশে অবস্থিত রয়েছে শহরের যৌনপল্লী। সমাজের অনেকে আছেন যারা পতিতা পল্লির শিশুদের নিয়ে নানা রকমের মন্তব্য করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : শ্যামাপূজা ও দীপাবলিতে কোথাও ব্রাত্য থেকে যায় যৌনপল্লীতে বসবাসকারী শিশুরা। শিলিগুড়ি শহরের মধ্যে বিবেকানন্দ রোডের পাশে অবস্থিত রয়েছে শহরের যৌনপল্লী। সমাজের অনেকে আছেন যারা পতিতা পল্লির শিশুদের নিয়ে নানা রকমের মন্তব্য করেন। এককথায় এই শিশুরা সমাজ থেকে আলাদা। সবাই পুজোতে রেস্টোরেন্টে খেতে গেলেও তাদের যাওয়া হয়ে ওঠেনা । তাই শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা "একটি প্রয়াসের" তরফে শিলিগুড়ি খালপাড়া সংলগ্ন যৌন পল্লীতে বসবাসকারি ২০০ জন শিশুদের হাতে কিছু সুস্বাস্থ্য কর খাদ্য সামগ্রী ও মোমবাতি তুলে দেওয়া হলো।
advertisement

 

 

সমাজের অবহেলায় এই শিশুদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গীর কারণে এই শিশুরা মূলধারায় ফিরতে পারে না। সমাজ থেকে আলাদা করে দেওয়ায় এরা আর ঘুরে দাঁড়াতে পারে না। এরা আর কোনদিন সেখান থেকে উঠে আসতে পারে না। কিন্তু যুগের কালে বদলেছে সমাজ ব্যবস্থা অনেক মানুষ উঠে এসেছেন তাদের পাশে। এই শিশুদেরকে আমাদের দেশ নাগরিক হিসাবে স্বীকৃতি দিলেও সমাজের মানুষ তাদেরকে স্বাভাবিকভাবে মেনে নেয় না।

advertisement

View More

আরও পড়ুনঃ দূষণ মুক্ত দীপাবলির বার্তা নিয়ে একত্রিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন

কিন্তু এখন তারা স্কুলে যায়, পড়াশোনা করে, তারাও স্বপ্ন দেখে। বিভিন্ন সমাজসেবী সংস্থা রা তাদের পাশে এসে দাঁড়ায় বিভিন্ন সময়ে তাদের নানান রকম ভাবে সাহায্য করে থাকে। এদিনও শিলিগুড়ির একটি প্রয়াস বলে সমাজসেবী সংস্থা তাদের হাতে খাওয়ার তুলে দেয় এবং দীপাবলীর প্রদীপ তুলে দিলেন সংস্থার কর্মীরা। স্বভাবতই প্রদীপ এবং খাবার পেয়ে খুশি শিশুরা।

advertisement

আরও পড়ুনঃ জঙ্গলে গাছ কাটার সময় বন কর্মীদের অভিযানে গ্রেফতার ১

সংস্থার কর্ণধার তনিমা ঘোষ সরকার জানান "দীপাবলীর আনন্দে সারা দেশসহ সকলে উৎসবের আনন্দে মেতে থাকলেও কোথাও গিয়ে এই শিশুরা বঞ্চিত থেকে যায় সকলের রেস্টুরেন্টে খেতে গেলেও তারা কোথাও গিয়ে যেতে পারেনা তাই আমরা সকলে মিলে তাদের জন্য খাবার এবং দীপাবলীর প্রদীপ নিয়ে এসেছি।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: যৌনপল্লীতে বসবাসকারী ২০০ জন শিশুর হাতে খাদ্য সামগ্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল