সমাজের অবহেলায় এই শিশুদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গীর কারণে এই শিশুরা মূলধারায় ফিরতে পারে না। সমাজ থেকে আলাদা করে দেওয়ায় এরা আর ঘুরে দাঁড়াতে পারে না। এরা আর কোনদিন সেখান থেকে উঠে আসতে পারে না। কিন্তু যুগের কালে বদলেছে সমাজ ব্যবস্থা অনেক মানুষ উঠে এসেছেন তাদের পাশে। এই শিশুদেরকে আমাদের দেশ নাগরিক হিসাবে স্বীকৃতি দিলেও সমাজের মানুষ তাদেরকে স্বাভাবিকভাবে মেনে নেয় না।
advertisement
আরও পড়ুনঃ দূষণ মুক্ত দীপাবলির বার্তা নিয়ে একত্রিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন
কিন্তু এখন তারা স্কুলে যায়, পড়াশোনা করে, তারাও স্বপ্ন দেখে। বিভিন্ন সমাজসেবী সংস্থা রা তাদের পাশে এসে দাঁড়ায় বিভিন্ন সময়ে তাদের নানান রকম ভাবে সাহায্য করে থাকে। এদিনও শিলিগুড়ির একটি প্রয়াস বলে সমাজসেবী সংস্থা তাদের হাতে খাওয়ার তুলে দেয় এবং দীপাবলীর প্রদীপ তুলে দিলেন সংস্থার কর্মীরা। স্বভাবতই প্রদীপ এবং খাবার পেয়ে খুশি শিশুরা।
আরও পড়ুনঃ জঙ্গলে গাছ কাটার সময় বন কর্মীদের অভিযানে গ্রেফতার ১
সংস্থার কর্ণধার তনিমা ঘোষ সরকার জানান "দীপাবলীর আনন্দে সারা দেশসহ সকলে উৎসবের আনন্দে মেতে থাকলেও কোথাও গিয়ে এই শিশুরা বঞ্চিত থেকে যায় সকলের রেস্টুরেন্টে খেতে গেলেও তারা কোথাও গিয়ে যেতে পারেনা তাই আমরা সকলে মিলে তাদের জন্য খাবার এবং দীপাবলীর প্রদীপ নিয়ে এসেছি।"
Anirban Roy